কোভিড-১৯ নিয়ে হাসপাতালে ভর্তি সাবেক ক্রিকেটার আকরাম খান
বাংলাদেশ টিমের সাবেক ক্যাপ্টেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক আকরাম খানকে রাজধানীর একটি হাসপাতালে কোভিড-১৯ উপসর্গজনিত কারণে ভর্তি করা হয়েছে।
ইতোপূর্বে, গত ১০ এপ্রিল পজিটিভ শনাক্ত হন আকরাম, তার পর বাড়িতেই আইসোলেশনে ছিলেন।
এরপর, গত বৃহস্পতিবার সাবধানতার অংশ হিসেবেই সাবেক এই ক্যাপ্টেনকে হাসপাতালে নেওয়া হয় বলে জানান বিসিবি'র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
আকরামের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরেই তিনি কাশিতে ভুগছিলেন। এরপর কোভিড-১৯ টেস্ট করানোর পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।