কোন দেশের বিপক্ষে রোনালদোর কতো গোল
মাইলফলকের দোড়গোড়ায় পৌঁছেছেন গত বছরের নভেম্বরে। মাত্র একটি গোলের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোকে অপেক্ষা করতে হয়েছে ৯ মাস। গত বছর ইউরো কোয়ালিফাইংয়ের পর পর্তুগাল আর কোনো ম্যাচই খেলেনি। মাঠেও নামা হয়নি সেঞ্চুরির অপেক্ষায় থাকা রোনালদোর।
অবশেষে এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। নেশন্স লিগের ম্যাচ খেলতে নেমেই রেকর্ড বইয়ে নতুন পাতা যোগ করে নিয়েছেন রোনালদো। ইতিহাসের মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে ১০০ গোল করার রেকর্ড গড়েছেন তারকা এই ফরোয়ার্ড। রোনালদোর সামনে কেবল আলী দাই। ইরানের সাবেক এই স্ট্রাইকার ১০৯ গোল নিয়ে সবার ওপরে।
১৬৫তম ম্যাচে শততম গোল করা রোনালদোর সুযোগ আছে সর্বোচ্চ গোলদাতা হওয়ারও। ৩৫ বছর বয়সেও যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার, তাতে ১০৯ গোলের রেকর্ড ভাঙতে খুব বেশি সময় লাগার কথা নয় তার। সুইডেনের বিপক্ষে প্রথম গোলটি করে সেঞ্চুরি পূর্ণ করা রোনালদো পরে আরেকটি গোল করেন। পর্তুগালের জার্সিতে এখন তার ১০১টি গোল।
২০০৩ সালে পর্তুগাল দলে অভিষেক রোনালদোর। তবে প্রথম গোলের দেখা পেয়েছেন পরের বছর গ্রিসের বিপক্ষে। ১০০ গোলের মাইলফলকে পৌঁছাতে ৪১টি দেশের বিপক্ষে গোল করেছেন জুভেন্টাসের হয়ে খেলা তারকা এই ফুটবলার।
রোনালদো সবচেয়ে বেশি ৭টি করে গোল করেছেন সুইডেন ও লিথুনিয়ার বিপক্ষে। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি করে গোল করেছেন অ্যান্ডোরা, আর্মেনিয়া, লাটভিয়া ও লুক্সেমবার্গের বিপক্ষে। এস্তোনিয়া, ফ্যারো আইল্যান্ড, হাঙ্গেরি ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৪টি করে গোল করেছেন রোনালদো।
রোনালদোর তিনটি করে গোল আছে বেলজিয়াম, ডেনমার্ক, নর্দার্ন আয়ারল্যান্ড, রাশিয়া, স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে। দুটি করে গোল করেছেন আজারবাইজান, বসনিয়া, ক্যামেরুন, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, কাজাখস্তান ও সৌদি আরবের বিপক্ষে।
এ ছাড়া পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো একটি করে গোল করেছেন আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ইকুয়েডর, ফিনল্যান্ড, ঘানা, গ্রিস, আইসল্যান্ড, ইরান, মরক্কো, উত্তর কোরিয়া, নিউজিল্যান্ড, পানামা, পোল্যান্ড, সার্বিয়া, স্লোভাকিয়া, ইউক্রেন ও ওয়েলসের বিপক্ষে। ফ্রান্স, জার্মানি, ইতালি, ব্রাজিল, ইংল্যান্ড ও উরুগুয়ের বিপক্ষে রোনালদোর কোনো গোল নেই।
১০১ গোলের মধ্যে ৪৭টি প্রীতি ম্যাচে ১৭টি করেছেন রোনালদো। বিশ্বকাপ বাছাইপর্বে ৩৮ ম্যাচে করেছেন ৩০টি গোল। ইউরো বাছাইপর্বের ৩৫ ম্যাচে রোনালদোর গোল ৩১টি। ইউরোতে ২১ ম্যাচ তার গোল ৯টি।বিশ্বকাপের ১৭টি ম্যাচ খেলে ৭টি গোল করেছেন রোনালদো। এ ছাড়া কনফেডারেশন্স কাপের চার ম্যাচে ২টি ও উয়েফা নেশন্স লিগের তিন ম্যাচে ৫টি গোল করেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়।