কীভাবে হানা দিলো করোনা, বুঝতে পারছেন না গাঙ্গুলীরা
ভারতে করোনাভাইরাসের পরিস্থিতি ভয়াবহ রূপ নিলেও জৈব সুরক্ষা বলয় তৈরি করে আয়োজন করা হয়েছিল আইপিএল। সবকিছু ঠিকঠাকই চলছিল, হচ্ছিল ধুন্ধুমার সব ম্যাচ। হঠাৎ-ই আইপিএলে হানা দেয় করোনা। উপায় না পেয়ে স্থগিত করে দেওয়া হয়েছে এবারের আসর।
মাঝপথে স্থগিত হওয়ার পর আইপিএলের জৈব সুরক্ষা বলয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকেরই প্রশ্ন, কীভাবে আইপিএলে ছোবল বসালো করোনা। একই প্রশ্ন বোর্ড অব কন্ট্রোল ফল ক্রিকেট ইন ইন্ডিয়ারও (বিসিসিআই)।
কঠোর জৈব সুরক্ষার মাঝেও কীভাবে করোনা হানা দিলো, সেটার উত্তর খুঁজে পাচ্ছে না বিসিসিআই। আইপিএলে দুইভাবে করোনা ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। হয় জৈব সুরক্ষা বলয় নিশ্ছিদ্র ছিল না, কিংবা কেউ বলয় ভেঙেছিলেন। যদিও এ বিষয়ে বোর্ডের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়েছেন, জৈব সুরক্ষা বলয় ভাঙার কোনো রিপোর্ট বোর্ডের কাছে আসেনি। এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেছেন, 'আমার মনে হয় না কেউ জৈব সুরক্ষা বলয় ভেঙেছিল। যে রিপোর্ট আমরা পেয়েছি, তাতে ভাঙার কোনো ঘটনা পাইনি। কীভাবে সংক্রমণ দেখা দিলো, সেটা বলা মুশকিল। কীভাবে সারা দেশে এতো মানুষ সংক্রমিত হচ্ছেন, সেটাও বলা কঠিন।'
গত সোমবার কলকাতার দুই ক্রিকেটার বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ারের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আসে। এ ছাড়া কলকাতার আরও কয়েকজন ক্রিকেটার ও স্টাফ অসুস্থ হয়ে পড়েন। এরপরই ম্যাচটি স্থগিত করা হয়।
পরদিন চেন্নাই সুপার কিংসের দুই জন করোনা পজিটিভ হন। এরপর আরও দুই দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। আট দলের টুর্নামেন্টে চার দলেই করোনার হানা, বিসিসিআই তাই আর আসর চালিয়ে নেওয়ার ঝুঁকি নেয়নি।