করোনায় বন্ধ লা লীগা, স্থগিত হতে পারে চ্যাম্পিয়নস লীগও

করোনা ভাইরাসের থাবায় দুনিয়াজুড়েই জনজীবন বিপর্যস্ত। প্রাণঘাতী এই ভাইরাসে ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে সবচেয়ে পর্যুদস্ত ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে ইতোমধ্যেই ঘোষণা দিয়ে ফুটবলসহ সব ধরনের খেলাধূলা বন্ধ করে দিয়েছেন। দেশটির ঘরোয়া লীগের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছেন 'হোম কোয়ারেন্টাইন'-এ।
এবার অন্তত দুই সপ্তাহের জন্য বন্ধ হতে যাচ্ছে ফুটবলে ইউরোপের ক্লাব পর্যায়ের সবচেয়ে বড় প্রতিযোগিতা- উয়েফা চ্যাম্পিয়নস লীগ। এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার। খবর ডেইলি মেইলের।
এদিকে বন্ধ হয়ে গেছে স্পেনের সবচেয়ে বড় ঘরোয়া আসর- লা লীগা। বৃহস্পতিবার সকালে লা লীগা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে লীগটির পরবর্তী দুই রাউন্ডের খেলা স্থগিত করেছে।
লা লীগার অন্যতম পরাশক্তি রিয়াল মাদ্রিদের সব খেলোয়াড় ও স্টাফকে রাখা হয়েছে ১৫ দিনের কোয়ারেন্টাইনে। ক্লাবটির বাস্কেটবল দলের এক খেলোয়াড় করোনা আক্রান্ত হওয়ায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।