করোনায় আক্রান্ত রিয়ালের আরেক সাবেক সভাপতি আইসিইউতে
রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতিদের ঠিকানা চিনে ফেলেছে প্রাণঘাতী করোনাভাইরাস! করোনায় আক্রান্ত হয়ে কদিন আগেই মারা গেছেন স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ। এবার রিয়ালের আরেক সাবেক সভাপতি করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে সঙ্কটাপন্ন অবস্থায় আছেন রিয়ালের সাবেক সভাপতি ফার্নান্দো মার্টিন আলভারেজ।
মাদ্রিদের পুয়ের্তো দে হিয়েরো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় আছেন মার্টিন আলভারেজ। রিয়ালের সাবেক এই সভাপতির অবস্থা খুবই সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসকরা।
করোনা আক্রান্ত হয়ে গত ২২ মার্চ মারা যান ৭৬ বছর বয়সী লরেঞ্জো সাঞ্জ। এর দুদিন পর করোনায় আক্রান্ত হন ৭২ বছর বয়সী আলভারেজ। লক্ষণ বুঝতে পেরে দেরি করেননি আলভারেজ। দ্রুত ছুটে যান হাসপাতালে। কিন্তু হাতপাতালেই আলভারেজের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করানো হয়। তাতেও তার শারীরিক অবস্থার খুব একটা উন্নতি হয়নি।
২০০৬ সালে দুই মাসের জন্য রিয়াল মাদ্রিদের অন্তর্বতীকালীন সভাপতি ছিলেন আলভারেজ। ২০০৬ সালের ২৭ ফেব্রুয়ারি ফ্লোরেন্তিনো পেরেজ পদত্যাগ করার পর অন্তর্বতীকালীন সভাপতি হিসেবে রিয়ালের দায়িত্ব নেন আলভারেজ।
আলভারেজের দায়িত্বকালে লা লিগায় একটি ম্যাচও হারেনি রিয়াল মাদ্রিদ। যদিও তার দায়িত্বকালের ওই দুই মাসের মধ্যেই আর্সেনালের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় রিয়াল।
আলভারেজ দুই মাস দায়িত্ব পালন করার পর সভাপতি পদের জন্য নির্বাচন আয়োজন করে রিয়ালের পরিচালনা পর্ষদ। যদিও এতে মত ছিল না আলভারেজের। মানা করা সত্ত্বেও নির্বাচন দেয়ায় ২০০৬ সালের ২৬ এপ্রিল রিয়ালের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন আলভারেজ।