করোনায় আক্রান্ত পেসার আবু জায়েদ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আবু জায়েদ রাহি। জাতীয় দলের ডানহাতি এই পেসারের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি বুধবার এক বিবৃতির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, 'পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড পজিটিভ হয়েছেন। আইসোলেশনে থেকে নির্দেশনা মোতাবেক সে চিকিৎসা নেবে। নির্দিষ্ট সময়ে তার দ্বিতীয় পরীক্ষা করা হবে।'
স্কিল ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারের মধ্যে একমাত্র রাহিই করোনা পজিটিভ। বাকি সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে বিবৃতিতে বলা হয়েছে। ২২ সেপ্টেম্বর তৃতীয় দফায় ক্রিকেটাদের নমুনা সংগ্রহ করা হয়।
গত ২০ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। প্রথমদিন অনুশীলনে অংশ নেন ১৬ ক্রিকেটার। সাইফ হাসান আগে থেকেই করোনায় আক্রান্ত থাকায় নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। বাকি ১০ ক্রিকেটার বুধবারের আগ পর্যন্ত দলীয় অনুশীলনে অংশ নিতে পারেননি করোনা উপসর্গ আছে এমন ক্রিকেটারের সংস্পর্শে যাওয়ায়।
এই ১০ ক্রিকেটারের মধ্যে শফিউল ইসলাম ছাড়া বাকি সবাই বিসিবির একাডেমি ভবনে ছিলেন। গত কয়েকদিন আলাদাভাবে একাডেমি মাঠে অনুশীলনও করেছেন মোহাম্মদ মিঠুন, খালেদ আহমেদ নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, এবাদত হোসেন, নাঈম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও হাসান মাহমুদ।
এসব ক্রিকেটার আলাদাভাবে অনুশীলন করলেও রাহি একাডেমি ভবনে পুরোপুরি আইসোলেশনে ছিলেন। নিজের রুম থেকে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল টেস্টের নিয়মিত এই সদস্যকে।
করোনা নেগেটিভ আসায় আইসোলেশনে থাকা ৮ ক্রিকেটার বুধবার দলীয় অনুশীলনে অংশ নেন। এবাদত হোসেন আলাদাভাবে একডেমি মাঠেই অনুশীলন করেছেন। এদিন মোট ২৪ জন ক্রিকেটার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে অনুশীলন করেছেন।