করোনাকালে আয়ে শীর্ষে মেসিদের ক্লাব

দেনায় জর্জর অবস্থা। টাকা-পয়সা নিয়ে বেশ আগে থেকেই সমস্যায় আছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির এমন অবস্থা এমন যে, খেলোয়াড় কিনতেই হিমশিম খেতে হচ্ছে। গত মৌসুমে চড়া মূল্যে খেলোয়াড় কিনতে গিয়ে কোণঠাসা অবস্থায় আছে দলটি। এর মাঝেও অবশ্য কিছুক্ষণের জন্য স্বস্তির নিশ্বাস নিতে পারছে বার্সেলোনার ক্লাব কর্তৃপক্ষ।
২০২০-২১ মৌসুমে সবচেয়ে বেশি আয় করেছে বার্সেলোনা। পেশাদার সার্ভিসেস ফার্ম ডেলোয়েট স্পোর্ট বিজনেস গ্রুপ এমনই জানিয়েছে। তাদের হিসাব অনুযায়ী করোনাকালে আয়ে সব ক্লাবকে পেছনে ফেলেছে লিওনেল মেসিদের ক্লাব।
পেশাদার সার্ভিসেস ফার্ম ডেলোয়েট স্পোর্ট বিজনেস গ্রুপের জরিপ অনুযায়ী, বার্সেলোনার আয় ৬২ কোটি ৭১ লাখ পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ৭ হাজার ৩০ কোটি। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এখানেও বার্সার ঘাড়ে নিশ্বাস ফেলছে। তাদের আয় ৬২ কোটি ৭০ লাখ পাউন্ড।
তিন নম্বরে থাকা বায়ার্ন মিউনিখের আয় ৫৫ কোটি ৬১ লাখ পাউন্ড। এরপর যথাক্রমে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, পিএসজি, চেলসি, টটেনহাম হটস্পার, জুভেন্টাস, আর্সেনাল বরুসিয়া ডর্টমুন্ড।
শীর্ষ আয় করা ক্লাবের তালিকা
১. বার্সেলোনা-৬২ কোটি ৭১ লাখ পাউন্ড
২. রিয়াল মাদ্রিদ-৬২ কোটি ৭০ লাখ পাউন্ড
৩. বায়ার্ন মিউনিখ-৫৫ কোটি ৬১ লাখ পাউন্ড
৪. ম্যানচেস্টার ইউনাইটেড-৫০ কোটি ৯০ লাখ পাউন্ড
৫. লিভারপুল-৪৮ কোটি ৯৯ লাখ পাউন্ড
৬. ম্যানচেস্টার সিটি-৪৮ কোটি ১৬ লাখ পাউন্ড
৭. পিএসজি-৪৭ কোটি ৪১ লাখ পাউন্ড
৮. চেলসি-৪১ কোটি ১৯ লাখ পাউন্ড
৯. টটেনহাম হটস্পার-৩৯ কোটি ৯ লাখ পাউন্ড
১০. জুভেন্টাস-৩৪ কোটি ৯০ লাখ পাউন্ড