কতো দামে, কোথায় পাবেন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকেট
গত বছরের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে বাংলাদেশ। ওই সিরিজেই সর্বশেষ মাঠে বসে খেলার সুযোগ পেয়েছেন দর্শকরা। এরপর করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে ক্রিকেটাঙ্গন। পরে মাঠে ক্রিকেট ফিরলেও দর্শক ফেরানো হয়নি। বেশ কয়েকটি সিরিজে দর্শকহীন মাঠে খেলা হয়। অবশেষে মাঠে ফেরানো হচ্ছে দর্শক।
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়ে মাঠে বসে খেলা দেখার অপেক্ষা শেষ হচ্ছে দর্শকদের। তবে পুরো গ্যালারি উন্মুক্ত করা হচ্ছে না এবার। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশের অনুমতি পাবেন। টিকা নেওয়া দর্শকরাই কেবল মাঠে প্রবেশ করতে পারবেন।
১৭ অক্টোবর থেকে টিকেট বিক্রি শুরু হচ্ছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কয়েকটি কাউন্ডারে টিকেট বিক্রি হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টিকেট বিক্রি হবে। টিকেট থেকে গেলে ম্যাচের দিন স্টেডিয়ামের নির্ধারিত কাউন্টারে টিকেট পাওয়া যাবে।
এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'কাল থেকে সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টিকিট পাওয়া যাবে। কয়েকটি কাউন্টারে টিকেক বিক্রি হবে। এবার কোনো ব্যাংক বা অনলাইনে টিকেট বিক্রি করা হচ্ছে না। সীমাবদ্ধতার কারণে ৫০ ভাগ টিকেট ছাড়ছি আমরা। সোহরাওয়ার্দীর কাউন্টারে বিক্রির পরও টিকেট থাকলে মিরপুর স্টেডিয়ামের কাউন্টারে টিকেট পাওয়া যাবে।'
টিকেটের মূল্য আগের মতোই রাখা হয়েছে। সর্বনিম্ন ১০০ টাকা মূল্যে টিকেট পাওয়া যাবে। এ নিয়ে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'টিকেটের মূল্যতে কোনো পরিবর্তন আসেনি, আগের মতোই রাখা হয়েছে। ১০০, ১৫০, ৩০০, ৫০০ ও ১০০০ টাকায় টিকেট পাওয়া যাবে।'
টিকেট কাটলেই হবে না, দুটি টিকা নেওয়া থাকতে হবে। মাঠে প্রবেশের সময় দেখাতে হবে টিকা সনদ দেখাতে হবে। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'মাঠে প্রবেশ করতে হলে দুটি টিকা নেওয়া থাকতে হবে, গেটে সনদ দেখাতে হবে। আমরাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা নিশ্চিত করা।'
দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান। প্রথম টি-টোয়েন্টি আগামী ১৯ নভেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ মিরপুরেই ২০ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট শুরু হবে মিরপুরে।