এসএ গেমস: মালদ্বীপকে ১০৯ রানে হারাল সৌম্য-শান্তরা
দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ) মালদ্বীপকে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল (অনূর্ধ্ব ২৩)।
বুধবার (৪ ডিসেম্বর) নেপালের কীর্তিপুরে চলমান ১৩তম এসএ গেমসে মালদ্বীপকে ১০৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে সৌম্য-শান্তরা।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে মোহাম্মাদ নাঈম শেখ ২৮ বলে ৩৮, সৌম্য সরকার ৩৩ বলে ৪৬ (৪টি চার ও ২টি ছক্কা) এবং নাজমুল হোসেন শান্ত ৩৮ বলে ৪৯ রান (১টি চার ও ৩টি ছক্কা) করেন।
জবাব দিতে নেমে তানভীর ইসলামের বোলিং তোপে ১৯.২ ওভারে মাত্র ৬৫ রানে অলআউট হয় মালদ্বীপ। মালদ্বীপের পক্ষে ওপেনার আহমেদ হাসান (১০) এবং আলী ইভান (১২) ছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকের ঘর স্পর্শ করতে পারেন নি।
তানভীর ইসলাম ৪ ওভারে ১৯ রান খরচায় ৫ উইকেট শিকার করেন। এছাড়া মিনহাজুল আবেদীন আফ্রিদি এবং আফিফ হোসেন ধ্রুব ২টি করে উইকেট পান।
বাংলাদেশ আগামী ৬, ৭ এবং ৮ ডিসেম্বর যথাক্রমে ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে।