এসএ গেমসে দেশের হয়ে প্রথম সোনা উপহার দিলেন দিপু চাকমা
নেপালে চলমান ১৩তম দক্ষিণ এশিয়ান গেমসে (এসএ গেমস) বাংলাদেশের হয়ে তায়কোয়ান্দোতে প্রথম সোনা জিতেছেন দিপু চাকমা।
সোমবার (২ ডিসেম্বর) ভারত, পাকিস্তান ও নেপালের প্রতিযোগীদের হারিয়ে ২৯ বছর বয়সের বেশি ক্যাটাগরিতে পুমসে তায়কোয়ান্দো ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতে নেন তিনি। নেপালের সাদোবাতো স্পোর্টস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটিতে জন্ম নেয়া এ খেলোয়াড় ইভেন্টে ১৬.২৪ পয়েন্ট নিয়ে প্রথম হয়েছেন। এতে শ্রীলঙ্কার লক্ষ্মণ আইয়ানডারিগে ৮.২২ পয়েন্ট নিয়ে রোপ্য এবং ৮.১৪ পয়েন্ট নিয়ে ভারতের গাঙ্গপাঙ্গ গাংসা ব্রোঞ্জ জিতেছেন।
এর আগে এসএ গেমসের এবারের আসরে বাংলাদেশের হয়ে প্রথম পদক এনে দেন হুমায়রা আক্তার। তিনি মেয়েদের একক ক্যারাতে ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন। এ ইভেন্টে সোনা জিতেছেন পাকিস্তান এবং রোপ্য জিতেছেন নেপালের প্রতিযোগী।
গত পাঁচ বছরে হুমায়রা আক্তার পাঁচবার জাতীয় পুরস্কার জিতেছেন। এবারের এসএ গেমসেই তিনি প্রথম আন্তর্জাতিক পদক জিতলেন।
হুমায়রা এ বছর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার ছোট বোন জান্নাতুল ফেরদৌসও একজন ক্যারাতে খেলোয়াড়। তার ব্যবসায়ী বাবা সবসময় মেয়েদের স্পোর্টিং ক্যারিয়ারের প্রতি সমর্থন করে আসছেন।