এসএ গেমসে কারাতে একদিনে ৩ সোনা পেলো বাংলাদেশ
নেপালে অনুষ্ঠিত ১৩ তম দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) তৃতীয় দিনে পরপর তিনটি সোনা জিতল বাংলাদেশ।
কারাতের কুমি ইভেন্টে সেরা হয়ে পদক তিনটি আনেন আল আমিন, মারজানা আক্তার ও হুমায়রা আক্তার।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) আসরের তৃতীয় দিন সকালে পুরুষ এককে অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে ফাইনালে পাকিস্তানের জাফরকে ৭-৩ পয়েন্টে হারান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট আল-আমিন।
অপরদিকে, নারীদের অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে পাকিস্তানের কাওসার সানাকে ৪-৩ পয়েন্টে হারান বাংলাদেশের মারজানা আক্তার।
একই ক্যাটাগরিতে অনূর্ধ্ব ৫৯ কেজি ওজন শ্রেণিতে তৃতীয় পুরষ্কারটি আনেন হুমায়রা আক্তার। সোমবার মেয়েদের একক কারাতে থেকে ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দেন তিনি।
দক্ষিণ এশিয়ান গেমসের (এসএ গেমস) এবারের ১৩তম আসরে দেশকে মোট চারটি স্বর্ণপদক উপহার দিলেন তারা।
এসএ গেমসের তায়কোয়ান্দো থেকে প্রথম সোনা পায় বাংলাদেশ। নিজের ইভেন্ট পুমসে সেরা হয়ে দিপু চাকমা এনে দেন এ পুরস্কারটি।