এমবাপ্পের জন্য রিয়ালের ১৬ কোটি ইউরোর প্রস্তাব

প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তারকা কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়াতে গতকাল (২৪ আগস্ট) আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটির ১৬ কোটি ইউরোর (প্রায় ১৬০০ কোটি টাকা) প্রাথমিক প্রস্তাব নাকচ করে দিয়েছে পিএসজি।
'এমবাপ্পে পিএসজি ছাড়ছে না'- পুরো গ্রীষ্মজুড়ে ফরাসি ক্লাবটি এই কথা বলে গেলেও তাদের হয়ে এখনো চুক্তি নবায়ন করেননি এই ২২ বছর বয়সী ফরওয়ার্ড। পিএসজির দেওয়া অন্তত ছয়টি নতুন চুক্তি ফিরিয়ে দিয়েছেন এমবাপ্পে। তাই সামনের সপ্তাহে দলবদল উইন্ডো বন্ধ হওয়ার আগেই এমবাপ্পেকে মাদ্রিদে দেখা যাবে বলে আত্মবিশ্বাসী ফ্লোরেন্তিনা পেরেজ শিবির।
করোনাকালীন অর্থনৈতিক সংকটে বেশ ভালোভাবেই কাবু হয়েছে রিয়াল মাদ্রিদ। তবে গত দুই মৌসুমে আশরাফ হাকিমি, রেগুইলন, রাফায়েল ভারান, সার্জিও রামোস ও মার্টিন ওডেগার্ডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ছেড়ে দিয়েছে মাদ্রিদের ক্লাবটি। ধারণা করা হচ্ছে এসব দলবদল থেকে আসা অর্থ দিয়েই অবশেষে এমবাপ্পের জন্য প্রস্তাব পেশ করতে সক্ষম হয়েছে স্প্যানিশ পরাশক্তিরা।
রিয়াল মাদ্রিদ এই দলবদলকে তাদের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলবদল হিসেবে দেখছে। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ নিজে এই দলবদলের জন্য কথাবার্তা চালিয়ে যাচ্ছেন।
এমবাপ্পের ব্যাপারে মাদ্রিদ যতটা না উৎসুক, মাদ্রিদে যোগ দিতে এমবাপ্পে তারচেয়েও বেশি উৎসুক। এই গ্রীষ্মে লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি দোনারুমার মতো বেশ কিছু বিশ্বমানের ফুটবলারকে দলে ভিড়িয়েছে পিএসজি। এমবাপ্পের কাছে অন্তত ছয়টি নতুন চুক্তিও পেশ করেছে তারা। কিন্তু এরপরও সবকটি চুক্তিকে প্রত্যাখ্যান করে ও মেসি-নেইমারদের ড্রেসিং রুম ছেড়ে ছোটবেলার স্বপ্ন পূরণ করতে মাদ্রিদেই যেতে চাচ্ছেন এই ফরাসি বিশ্বকাপজয়ী।
এই গ্রীষ্মে শেষ পর্যন্ত পিএসজির সাথে বনিবনা না হলে সামনের গ্রীষ্মে বিনামূল্যেই এমবাপ্পেকে দলে ভেড়াতে পারবে মাদ্রিদ। সামনের জুনেই এমবাপ্পের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
উল্লেখ্য, মোনাকে থেকে এমবাপ্পেকে দলে ভেড়াতে প্রায় ১৮ কোটি ইউরো খরচ করেছিল পিএসজি।
- সূত্র: গোল ডট কম