একুশে টিভিকে ৩-০ গোলে উড়িয়ে দিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
প্রাণ-ডিআরইউ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডে একুশে টেলিভিশনকে ৩-০ গোলে হারিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ফুটবল দল।
রোববার দুপুরে রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষে হ্যাটট্রিক করে ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার পেয়েছেন দৈনিকটির স্টাফ করেসপন্ডেন্ট মীর মোহাম্মদ জসিম।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনটির আয়োজনে ও প্রাণ-আরএফএল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
এবারের আসরে ৫০টি মিডিয়া হাউজ নকআউট পদ্ধতিতে ৮টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বীতা করছে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হবে।
টিম দ্য বিজনেস স্ট্যান্ডার্ড: জসিম উদ্দিন, রিয়াদ হোসেন, জাহিদুল ইসলাম, মীর মোহাম্মদ জসিম, রফিকুল ইসলাম, ইয়ামিন সাজিদ, শওকত হোসেন পলাশ।