একই শহরে থাকলেও পরিবারের সঙ্গে দেখা করতে মানা

করোনাভাইরাসের ছোবলে অস্থির হয়ে উঠেছিল পুরো বিশ্ব। সেই অস্থিরতা কমতে শুরু করেছে। মাঠে ফিরেছে খেলাধুলা। ক্লাব ফুটবল শুরু হয়েছে কয়েকদিন হলো। আন্তর্জাতিক ক্রিকেটও মাঠে ফেরার অপেক্ষায়। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কয়েকদিন আগে ইংল্যান্ড পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ।
ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তানও। অনেক দেন-দরবারের পর ইংল্যান্ড সফরে যেতে পাকিস্তান দলকে ছাড়পত্র দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। ইতোমধ্যে সফরের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। কিন্তু এই সফরটি অন্যান্য স্বাভাবিক সফরের মতো হবে না, থাকবে বিধিনিষেধ।
এই সফরে পরিবার নিয়ে যেতে পারবেন না পাকিস্তানের ক্রিকেটারা। এতটুকুই নয়, আলাদাভাবে ইংল্যান্ডে গেলেও কোনো খেলোয়াড় তাদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবে না। দেখা করার ব্যাপারটি পুরোপুরি নিষেধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পিসিবির একটি সূত্র বলেছে, 'খেলোয়াড়রা যে তাদের পরিবার নিয়ে সফর করতে পারবে না, এটা বোর্ড পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে। এটাও বুঝিয়ে দেওয়া হয়েছে যে, পরিবার আলাদাভাবে গিয়ে ইংল্যান্ডে থাকলেও তাদের সঙ্গে দেখা করতে পারবে না কোনো খেলোয়াড়। সেপ্টেম্বরে সফর শেষ হওয়ার আগে দলের কেউ তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে না।'
তিন ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে পাকিস্তান। সিরিজ শুরু হবে ৩০ জুলাই। কিন্তু পাকিস্তান দল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই ইংল্যান্ড পৌঁছাবে। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকবে পুরো দল।
এরপর অন্যান্য সতর্কতার পাশাপাশি জীবাণুমক্ত পরিবেশে আয়োজন করা হবে দুটি সিরিজ। পুরো সফরে যেখানে এত সতর্কতা অবলম্বন করা হবে, সেখানে পরিবারের সঙ্গে খেলোয়াড়দের দেখা করার ঝুঁকি নিতে চায় না পিসিবি।