ইডেনে কোয়ারেন্টিন কেন্দ্র করার প্রস্তাব সৌরভ গাঙ্গুলির

সৌরভ গাঙ্গুলি। 'প্রিন্স অব ক্যালকাটা'খ্যাত ভারতীয় ক্রিকেট কিংবদন্তি। সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এবার তিনি এগিয়ে এলেন। কোয়ারেন্টিনের জন্য প্রয়োজনে কলকাতার বিখ্যাত স্টেডিয়াম ইডেন গার্ডেন্সকে ব্যবহার করার প্রস্তাব দিলেন তিনি।
করোনা ঘিরে ভারতজুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এমন পরিস্থিতিতে চিকিৎসার প্রয়োজনে স্টেডিয়ামটিকে ব্যবহারের প্রস্তাব দিলেন সৌরভ গাঙ্গুলি। খবর আনন্দবাজার পত্রিকার।
গণমাধ্যমে সৌরভ বলেন, যদি সরকার চায়, তাহলে আমরা নিশ্চিতভাবে ইডেনকে ব্যবহার করতে দেব। এই মুহূর্তে যা কিছু প্রয়োজন, আমরা তা করব।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার ফাঁকা রাস্তাঘাটের ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, আমার শহরকে এমনভাবে দেখার কথা কখনো ভাবিনি। স্টে সেফ। আমি নিশ্চিত, এই পরিস্থিতি বদলে সব ঠিকঠাক হয়ে যাবে দ্রুত।