ইকার্দি-নেইমারের গোলে ফরাসি সুপার কাপ চ্যাম্পিয়ন পিএসজি

লিগ ওয়ানে খুব একটা ভালো সময় যাচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি)। শেষ ৫ ম্যাচের দুটিতে ড্র করে টেবিলে পিছিয়ে পড়তে হয়েছে নেইমার-এমবাপ্পেদের দলকে। ৩৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ফরাসি চ্যাম্পিয়নরা। তবে ফরাসি সুপার কাপে ঠিকই রাজত্ব ধরে রেখেছে তারা। অলিম্পিক মার্সেইকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা ধরে রেখেছে পিএসজি।
বুধবার রাতে ফ্রান্সের লঁসে অনুষ্ঠিত ম্যাচে মার্সেইকে ২-১ ব্যবধানে হারিয়েছে পিএসজি। টুর্নামেন্টটির সফলতম দল পিএসজি এ নিয়ে এটি টানা অষ্টম শিরোপা জিতলো। সব মিলিয়ে আসরটির দশম শিরোপা ঘরে তুললো ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজির কোচের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মধ্যেই শিরোপার স্বাদ পেলেন মাওরিসিও পচেত্তিনো।
প্রথমার্ধের ৩৯তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি। এরপর অনেক আক্রমণ সাজিয়েও গোলের দেখা মিলছিল না। ম্যাচের একেবারে শেষভাগে দ্বিতীয় গোলের দেখা পায় পিএসজি। ৮৫তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

শুরু থেকেই দাপট দেখাচ্ছিল পিএসজি। বল দখলের লড়াইয়ে অনেক এগিয়ে ছিল দলটি। কিন্তু জালের ঠিকানা খুঁজে পাচ্ছিল না তারা। ৩৯তম মিনিটে মার্সেইয়ের রক্ষণ ভেঙে গোল আদায় করে নেন ইকার্দি। আনহেল দি মারিয়ার ক্রসে হেড নেন ইকার্দি। হেড ফেরালেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি মার্সেইয়ের গোলরক্ষক। পোস্টে লেগে ফিরে এলে বল জালে পাঠান ইকার্দি।
৮৫তম মিনিটে মার্সেই গোলরক্ষক ডি-বক্সে ইকার্দিকে ফাউল করেন। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করে ব্যবধান দ্বিগুন করেন নেইমার। গত ১৩ ডিসেম্বর গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়া নেইমার এই ম্যাচ দিয়ে মাঠে ফিরলেন।