ইউরোর পর পেছাল কোপা আমেরিকাও

প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এক বছর পিছিয়ে গেছে ২০২০ ইউরো চ্যাম্পিয়নশিপ। এর ঘণ্টা খানেক পর কোপা আমেরিকা পেছানোর খবর এলো। ল্যাটিন আমেরিকার সবচেয়ে জমজমাট এই আসরটিও এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার আসরটি পেছানোর ঘোষণা দিয়েছে সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। চলতি বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা আমেরিকা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
টুর্নামেন্ট স্থগিত করার বিষয়ে কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডমিনগুয়েজ বলেছেন, 'এমন সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমাদের ফুটবলার ও ল্যাটিন অঞ্চলের বিশাল সংখ্যার ফুটবলমোদীদের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করতে হবে আমাদের। তবে ফুটবল বিশ্বের সবচেয়ে পুরনো এই টুর্নামেন্টটি আরও শক্তিশালী হয়ে আগামী বছর ফিরে আসবে, এতে কোনো সন্দেহ নেই।'
ফুটবল বিশ্বের জমজমাট টুর্নামেন্টের মধ্যে কোপা আমেরিকা অন্যতম। এই টুর্নামেন্টে দেশের হয়ে মাঠ মাতাতে দেখা যেতে পারে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নেইমার, লুইস সুয়ারেস, হামেজ রদ্রিগেজদের মতো ফুটবল তারকাদের।
করোনা ভাইরাস আতঙ্কে ফুটবল বিশ্বের প্রায় সব লিগই স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সর্বশেষ সংযোজন হলো ২০২০ ইউরো ও কোপা আমেরিকা।