ইউনাইটেডের জন্য পিএসজি ছাড়তে প্রস্তুত পচেত্তিনো
রোমার ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর জোসে মরিনহোকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি তার একাদশ নিয়ে সন্তুষ্ট কি না। জবাবে মরিনহো মজা করে বলেছিলেন, "এমন কোনো ম্যানেজার পাবেন যে তার একাদশ নিয়ে সন্তুষ্ট? পচেত্তিনোকে পেতে পারেন।"
এই ঈর্ষণীয় একাদশকে রেখেই ঝঞ্ঝাটপূর্ণ ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে চান মরিসিও পচেত্তিনো। খবর বিবিসির।
এ মৌসুমে লিওনেল মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের নিয়ে দল সাজানো পিএসজির একাদশকে বলা হচ্ছে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী একাদশ। কিন্তু এই স্বপ্নের মতো একাদশকে রেখেও কেন চলে যেতে চাইছেন পচেত্তিনো?
কারণটা খুঁজতে আপনার বেশিদূর যেতে হবে না। গত মৌসুমেই বোর্ডের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে মন্তব্য করে বরখাস্ত হয়েছিলেন পিএসজির তৎকালীন কোচ টমাস টুখেল। এই জার্মান বলেছিলেন, পিএসজির ম্যানেজার হিসেবে নিজেকে কোচ মনে হয় না, ক্রীড়ামন্ত্রী মনে হয়।
বিবিসি জানিয়েছে, পিএসজি বোর্ড ও স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দোর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না পচেত্তিনোর। এছাড়া, সুপারস্টারে পরিপূর্ণ এ দলের সংস্কৃতিটাও ঠিক পছন্দ না তার।
টটেনহাম হটস্পারের ম্যানেজার থাকাকালীন অনেক বেশি নিয়ন্ত্রণ উপভোগ করেছেন এই আর্জেন্টাইন। যে কারণে আবারও স্বাধীনতা নিয়ে পরিচিত আঙিনায় ফিরতে চাইছেন তিনি।
এছাড়া, পচেত্তিনো প্যারিসে অবস্থান করলেও তার পুরো পরিবার বাস করছে লন্ডনে। সুতরাং, এই সিদ্ধান্তের পিছনে পরিবারের সঙ্গে দূরত্ব কমানোর তাগিদও কাজ করছে বলে ধারণা করা হচ্ছে।
টুখেল পিএসজি থেকে বরখাস্ত হওয়ার ছয় মাসের মধ্যে চেলসিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেন। পচেত্তিনোও দলের অবস্থান এমনভাবে ঘুরিয়ে দিতে পারবেন, সে আশাই হয়তো করছে রেডডেভিলরা।
তবে ওলে গুনার সুলশারের উত্তরসূরি নির্বাচন নিয়ে কিছুটা বেকায়দায় রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্তর্বর্তীকালীন ম্যানেজার হিসেবে মাইকেল ক্যারিককে দায়িত্ব দেওয়া হলেও এ মৌসুমের বাকি সময়ের জন্য আরেকজন অন্তর্বর্তীকালীন ম্যানেজার খুঁজছে ক্লাবটি। আর মৌসুমশেষে পূর্ণকালীন ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য ক্লাবটির পছন্দের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন ম্যানেজার।
জানা গেছে, তালিকার শীর্ষে থাকা জিনেদিন জিদান ইতোমধ্যে ইউনাইটেডের প্রস্তাব নাকচ করে দিয়েছেন। তবে মৌসুম শেষে আবারও এই ফরাসির কাছে ধরনা দিতে পারে ম্যানচেস্টারের ক্লাবটি।
পচেত্তিনো ছাড়াও ইউনাইটেডের পছন্দের তালিকায় রয়েছেন আয়াক্স ম্যানেজার এরিক টেন হাগ, লেস্টার সিটি ম্যানেজার ব্রেন্ডন রজার্স ও স্পেন ম্যানেজার লুইস এনরিকে।