আহমেদাবাদে পৃথ্বী শো
১৫৫ রানের লক্ষ্য, খুব বেশি তাড়া ছিল না দিল্লি ক্যাপিটালসের। কিন্তু লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই রুদ্রমূর্তি ধারণ করলেন পৃথ্বী শ। কলকাতা নাইট রাইডার্সের পেসার শিভাম মাভির করা ইনিংসের প্রথম ওভারের সব কটি বলে চার মারলেন দিল্লির ডানহাতি এই তরুণ ব্যাটসম্যান। এক ওভারে ৬ চারের ঘটনা আইপিএলে এটা দ্বিতীয়।
প্রথম ওভার থেকেই খুনে মেজাজে ব্যাট চালানো পৃথ্বীর ব্যাটিং শো চললো ১৫.২ ওভার পর্যন্ত। সঙ্গে থাকলো শিখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিং। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে জয় তুলে নিতে কোনো বেগই পেতে হলো না দিল্লিকে। ঋষভ পন্তের দল তুলে নিলো ৭ উইকেটের বড় জয়।
বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুভমান গিল ও আন্দ্রে রাসেলের ব্যাটে ৬ উইকেটে ১৫৪ রান তোলে কলকাতা। জবাবে পৃথ্বীর ঝড়ো ৮২ ও ধাওয়ানের ৪৬ রানের সুবাদে ৩ উইকেটে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় দিল্লি।
দারুণ জয়ে এবারের আইপিএল মিশন শুরু করেছিল কলকাতা। এরপর টানা চার ম্যাচে হার। কোণঠাসা হয়ে পড়া কলকাতা ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিয়ে ফেরে কক্ষপথে। কিন্তু সপ্তম ম্যাচে আবার ছন্দপতন। এই ম্যাচে হেরে আরও পিছিয়ে পড়লো দলটি। অন্যদিকে দারুণ এই জয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে গেল দিল্লি ক্যাপিটালস।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ধাওয়ানকে অন্য প্রান্তে রেখে ব্যাটিং তাণ্ডব চালাতে থাকেন পৃথ্বী শ। ধাওয়ান কেবল তাল মিলিয়ে গেছেন। পৃথ্বী একাই চার-ছক্কার ফুলঝুরি সাজিয়ে কলকাতার বোলিং লাইন আপ ছত্রখান করে দেন। উদ্বোধনী জুটিতে ১৩২ রান যোগ করেন এ দুজন।
মাত্র ১৮ বলে ১০টি চার ও একটি ছক্কায় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ২১ বছর বয়সী পৃথ্বী। এর মধ্যে ৪৬ রানই চার-ছক্কা থেকে তোলেন তিনি। ৪১ বলে ১১টি চার ও ৩টি ছক্কায় ৮২ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলে আউট হন ম্যাচ সেরা এই ব্যাটসম্যান। ধাওয়ান ৪৭ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৬ রান করেন।
এর আগে ব্যাটিং করতে নামা কলকাতার হয়ে ২৭ বলে ২টি চার ও ৪টি ছক্কায় সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ৩৮ বলে ৪৩ রান করেন শুভমান গিল। এ ছাড়া দীনেশ কার্তিক ১৪ ও প্যাট কামিন্স ১১ রান করেন। দিল্লির অক্ষর প্যাটেল ও ললিত যাদব দুটি করে উইকেট নেন।