আরও এক মৌসুম বার্সাতেই থাকছেন মেসি
অবশেষে অপেক্ষা ফুরালো, কেটে গেল সব ধোঁয়াশা। স্নায়ুক্ষয়ী ১০ দিনের মাথায় লিওনেল মেসি জানালেন, বার্সেলোনাতে আরও এক মৌসুম থেকে যাচ্ছেন তিনি। চুক্তির শর্ত পূরণ করতে আরেকটি মৌসুম বার্সাতেই কাটাবেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
ঘণ্টায় ঘণ্টায় বাঁক বদল হওয়া ঘটনার ইতি টেনেছেন মেসি নিজেই। শুক্রবার গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ২০২০-২১ মৌসুম বার্সার জার্সি গায়েই খেলবেন তিনি। তবে এই সিদ্ধান্ত যে মনের বিরুদ্ধে নিতে হয়েছে, সেটাও জানিয়ে দিয়েছেন রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
আর্জেন্টাইন ফরোয়ার্ড গোলডটকমকে বলেছেন, 'আমি বার্সেলোনাতেই থাকছি। আমি দল ছাড়তে কতো মরিয়া ছিলাম এটার কারণে আমার আচরণে কোনো পরিবর্তন আসবে না। আমি সব সময় জিততে চাই। আমি লড়াকু মানসিকতার এবং আমি কিছু হারাতে পছন্দ করি না। ক্লাব, ড্রেসিং রুম এবং নিজের জন্য আমি সব সময় সেরা ফলটা চাই।'
বার্সেলোনাতে আরেকটি মৌসুম থাকলেও নির্ভার নন মেসি। শঙ্কার কথা জানিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় বলেন, 'আমি আগেই বলেছি, চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য আমাদের সমর্থন দেওয়া হয়নি। নতুন কোচ, নতুন পরিকল্পনা। জানি না কী হবে।'
বার্সা সভাপতির ওপর নাখোশ মেসি, এটা আরও আগে থেকেই বোঝা গেছে। বার্তোমেউকে নিয়ে মেসি বলেন, 'আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে ইচ্ছে করলেই ক্লাব ছাড়তে পারি। সভাপতি সবসময় বলতেন, মৌসুম শেষে সিদ্ধান্ত নিতে পারব যে আমি থাকব নাকি চলে যাব।'
গত ২৫ আগস্ট বুরোফ্যাক্সের মাধ্যমে দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানিয়ে দেন মেসি। এরপর বার্সা চেষ্টা করে গেলেও মেসি নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন।
সর্বশেষ বৃহস্পতিবার বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসির বৈঠকের পর দৃশ্যপট পাল্টায়। গতকালই মেসির বাবা আভাস দিয়েছিলেন, তার ছেলে বার্সায় থেকে যেতে পারেন। অবশেষে সেটাই হলো।