আফগানিস্তান হারলে, ‘ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব’
ভারতের বিশ্বকাপ স্বপ্ন এখন আফগানিস্তানের হাতে। কেবল আফগানদের একটি জয়ই পারে বিরাট কোহলিদের সেমি-ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আফগানিস্তান। এই ম্যাচে নিউজিল্যান্ড জিতলে আর কোনো হিসাব থাকবে না, পাকিস্তানের সঙ্গে শেষ চারে যোগ দেবে কিউইরা। কিন্তু আফগানরা জিতলে আশা বেঁচে থাকবে ভারতের।
তাই ভারত এখন আফগানিস্তানের সমর্থক। এরপরও যদি নিউজিল্যান্ডকে না হারাতে পারে আফগানিস্তান, ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাবেন বলে জানিয়েছেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
হিসাবটা এমনই। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চার জয়ে সবার আগে সেমি-ফাইনালের টিকেট কেটেছে পাকিস্তান। সুপার লিগে দুই নম্বর গ্রুপে চার ম্যাচের তিনটিতে জেতা নিউজিল্যান্ড আছে দুই নম্বরে। চার ম্যাচে দুটি করে জয় পেলেও রান রেটের পার্থক্যে যথাক্রমে তিন ও চার নম্বরে আছে ভারত এবং আফগানিস্তান।
শেষ ম্যাচে জয় পেলে চারটি জয় নিয়ে সেমি নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। আফগানিস্তানের সঙ্গে বাদ পড়ে যাবে ভারতও। কিন্তু আফগানিস্তান জিতলে আশা বেঁচে থাকবে বিরাট কোহলির দলের। দুটি বড় জয়ে রান বাড়িয়ে নেওয়া ভারত নামিবিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে সেমিতে উঠবে। এর জন্য আফগানিস্তনের চেয়ে বড় ব্যবধানে জিততে হবে তাদের। তেমন হলে বাদ পড়বে নিউজিল্যান্ড ও আফগানিস্তান।
স্কটল্যান্ডকে বড় ব্যবধানে হারানোর পর সংবাদ সম্মেলনে জাজেদাকে প্রশ্ন করা হয়, আফগানিস্তান না জিততে পারলে কী পরিণাম, সেটা জানেন? উত্তরে সহজ সমীকরণের কথা জানান বাঁহাতি এই অলাউন্ডার। তিনি বলেন, 'কী আর হবে, তখন জিনিসপত্র গুছিয়ে বাড়ি চলে যাব।'
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে বিশাল হারে বিশ্বকাপ মিশন শুরু হয় ভারতের। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও বড় ব্যবধানে হেরে যায় ভারত। পরের দুটি ম্যাচে বড় ব্যবধানে জিতে রান রেট বাড়িয়ে নিয়েছে তারা। আগামী ৭ নভেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-নামিবিয়া। এর আগে ৭ নভেম্বর আবু ধাবিতে লড়বে নিউজিল্যান্ড আফগানিস্তান। আপাতত এই ম্যাচেই সব দৃষ্টি কোহলি-রোহিতদের।