আফগানিস্তানে যুদ্ধ করা যমজ ভাই রোনালদোর বডিগার্ড
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বডিগার্ড হিসেবে কাজ করছেন আফগানিস্তানে যুদ্ধ করা দুই যমজ ভাই।
আফগানিস্তানে স্পেশাল ফোর্সেসে কাজ করতেন দুই ভাই সার্জিও রামালহেইরো এবং জর্জ রামালহেইরো। পরবর্তীতে তারা রাজনীতিবিদ ও বিচারকদের নিরাপত্তার কাজে পর্তুগিজ পুলিশে যোগদান করেন।
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং তার পরিবারের নিরাপত্তায় নিয়োজিত আছেন এই দুই দেহরক্ষী।
পর্তুগিজ ম্যাগাজিন ফ্ল্যাশ জানিয়েছে, যমজ দুই ভাইয়ের সঙ্গে জন্ম নেওয়া আরও এক ভাই রয়েছে। ট্রিপলেট এই ভাইদের মধ্যে দুজনকে রোনালদোর নিরাপত্তায় নিয়োগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের তৃতীয় ভাই আলেকজান্ডারও পুলিশ অফিসার হিসেবে কর্মরত।
সূত্রানুসারে, সার্জিও এবং জর্জ অত্যন্ত অভিজাত সাজপোশাকে থাকলেও বেশ সাধারণ।
সাধারণ চেহারার কারণে তারা সহজেই ভীড়ের সঙ্গে মিশে যেতে পারেন। তবে তারা প্রত্যুৎপন্নমতি। সঠিক সময়ে দ্রুত ভূমিকা গ্রহণ করতে সক্ষম এই দুই ভাই।
স্কুল থেকেই আর্মিতে যোগদান করেন দুই ভাই। পরবর্তীতে তারা কমান্ডো হিসেবে স্পেশাল ফোর্সেসের সঙ্গে কাজ করেন।
সম্প্রতি সুইস দল ইয়ং বয়েজের বিপক্ষে খেলতে যাওয়ার সময় ম্যানচেস্টার বিমানবন্দরে রোনালদোর সঙ্গে এই দুই দেহরক্ষীকে দেখতে পাওয়া যায়।
এর আগে সাবেক মিক্স-মার্শাল-আর্ট খেলোয়াড় এবং এলিট ফোর্সে কাজ করা সাবেক একজন প্যারাট্রুপার রোনালদোর দেহরক্ষী হিসেবে কাজ করেছেন।
- সূত্র: মিরর