আগামী বিশ্বকাপ শুরুর তারিখ, ভেন্যু চূড়ান্ত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের পর্দা নেমেছে ১৪ নভেম্বর। এর পরদিনই জানা গেল ২০২২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু-শেষের তারিখ। চূড়ান্ত করা হয়েছে বিশ্বকাপের ভেন্যুগুলোও। ১৫ নভেম্বর সভায় বসেছিল আইসিসি। এ সভাতেই আগামী বিশ্বকাপ শুরুর দিনক্ষণ, ভেন্যু চূড়ান্ত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
এবারের বিশ্বকাপ ছিল ৪৫ ম্যাচের। ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপেও আয়োজিত হবে সমান সংখ্যক ম্যাচ। ম্যাচ আয়োজনের জন্য অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যু চূড়ান্ত করেছে আইসিসি। ১৬ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের পর্দা উঠবে। ১৩ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার সাতটি শহরে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শহরগুলো হলো- অ্যাডিলেড, ব্রিসবেন, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি। সেমি-ফাইনালের ভেন্যু হিসেবে চূড়ান্ত করা হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ড এবং অ্যাডিলেড ওভালকে। ফাইনাল হবে বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।
২০২২ সালের জানুয়ারিতে ঘোষণা করা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। তখনই জানা যাবে কোন দল কোনো গ্রুপে খেলবে। তখন থেকে শুরু হবে টিকিট বিক্রি।
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভে খেলা সব দল আগামী বিশ্বকাপে সরাসরি খেলবে। এদের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান সরাসরি খেলবে সুপার টুয়েলভে।
ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নামিবিয়া ও স্কটল্যান্ড খেলবে প্রথম রাউন্ডে। এই চার দলের সঙ্গে প্রথম রাউন্ডে খেলবে বাছাই পেরিয়ে আসা চার দল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ওমান এবং জুন-জুলাইয়ে জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে।
২০২০ সালের নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্ট বিশ্বকাপ আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা দুই বছর পিছিয়ে দেওয়া হয়।