আগামী বিপিএলেও থাকছে না ফ্র্যাঞ্চাইজি
আগামী বছরের শুরুতে আয়োজন করা হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। জানুয়ারিতে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের এই আসরটি আয়োজন করার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। এই আসরেও থাকছে না ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল। সর্বশেষ বঙ্গবন্ধু বিপিএলের মতো সাতটি দল নিয়ে বিপিএল আয়োজন করার ইচ্ছা বিসিবি।
এমনই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা। সেটা হলে আগের ছয় আসরের মতো ঢাকা ডাইনামাইটস বা রংপুর রাইডার্সের নামের কোনো দল থাকবে না। যদিও বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। তবে ফ্র্যাঞ্চাইজি না থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির এই কর্মকর্তা।
প্রথম ছয় বছরের চক্র শেষ করে আগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। যে কারণে সর্বশেষ বিপিএলে ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজি, আগামী আসরেও একই পরিকল্পনায় এগোতে চায় দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক বছরের চুক্তিতে সাতটি নতুন দল নিয়ে আয়োজন করা হতে পারে বিপিএল।
এ বিষয়ে বিসিবির ওই কর্মকর্তা বলেন, 'গত বিপিএলে সাতটি দল নিয়ে বিসিবির তত্ত্বাবধানে আমরা এই আসরটি আয়োজন করেছিলাম। এবারও একইভাবে বিপিএল আয়োজন করার পরিকল্পনা আমাদের। তাদের সঙ্গে আমাদের এক বছরের চুক্তি হবে। তবে এটা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট হবে না। পুরনো দলগুলোর সঙ্গেও আপাতত কোনো চুক্তি হচ্ছে না।'
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিপিএলের সর্বশেষ আসরটি বিসিবির তত্ত্বাবধানে আয়োজিত হয়। খেলোয়াড়দের পারিশ্রমিক থেকে শুরু করে থাকা, খাওয়া, যাতায়াতসহ সবকিছুর দেখভাল করে বিসিবি। দলগুলো ছিল খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও সিলেট থান্ডার্স। শিরোপা জিতেছিল রাজশাহী রয়্যালস।