মুশফিকের ব্যাটে হাসি, স্বস্তিতে বাংলাদেশ
টি-টোয়েন্টিতে চরম দুঃসময় গেছে মুশফিকুর রহিমের। ব্যাট হাতে রানের দেখাই মিলছিল না। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের পর বিশ্বকাপে নিজের ছায়া হয়ে থাকেন তিনি। সর্বশেষ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও ব্যর্থতার বৃত্তে বন্দি ছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। কিন্তু টেস্ট ফরম্যাট আসতেই মুশফিকের ব্যাটে রানের ফোয়ারা।
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। টেস্টে এটা তার ২৪তম হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। ১২২ বলে ৫৫ রান তুলে দ্বিতীয় সেশনের বিরতিতে গেছেন মুশফিক। তার সঙ্গে দারুণ ব্যাটিং করছেন লিটন কুমার দাসও। ডানহাতি এই ব্যাটসম্যান ৬২ রানে অপরাজিত আছেন। পঞ্চম উইকেটে ইতোমধ্যে ১২০ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন।
মুশফিক-লিটনের ব্যাটে এগোচ্ছে বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। পুরো প্রথম সেশন হতাশায় কাটে ঘরের মাঠের দলটির। ৪৯ রানের ৪ উইকেট হারিয়ে ঘোর সঙ্কটে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এমন অবস্থা থেকে দলকে টেনে তুলে এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস।
বাংলাদেশের ব্যাটিং বিভাগের অন্যতম সেরা এই দুই স্তম্ভ ইতোমধ্যে ৯৪ রানের জুটি গড়েছেন। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দশম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন। ৪৯ ওভার শেষে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৩ রান। লিটন ৫০ ও মুশফিক ৪০ রানে ব্যাটিং করছেন।
চৌদ্দর চক্করে দিশেহারা বাংলাদেশ
হতাশার টি-টোয়েন্টি সিরিজের পর টেস্টেও দুঃস্বপ্নের শুরু হলো বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে আগের ব্যাটিং করতে নেমে ১৪ রানের চক্করে পড়েছে ঘরের মাঠের দলটি। শুরুটা ভালো হয়নি, এরপর ১৪ রানের চক্কর থেকে বের হতে পারেনি তারা। প্রথম তিন ব্যাটসম্যান সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত ১৪ রান করে করেছেন।
১৯ রানে প্রথম উইকেট হারানো বাংলাদেশ ৪৯ রানের মধ্যে আরও ৩টি উইকেট খোয়ায়। অধিনায়ক মুমিনুল হক ৬ রান করে আউট হন। মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস চাপ কাটিয়ে তোলার চেষ্টা করছেন। ২৮ ওভারের প্রথম সেশনে ৪ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৯ রান। মুশফিক ৫ ও লিটন ১১ রানে অপরাজিত আছেন।
সাদমানও সাজঘরে, চাপে বাংলাদেশ
দুইবার জীবন পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না সাদমান ইসলাম অনিক। বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার ২৮ বলে ৩টি চারে ১৪ রান করে হাসান আলীর এলবিডব্লিউর শিকার হন। নতুন ব্যাটসম্যান হিসেবে নাজমুল হোসেন শান্তর সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। ১১ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৭ রান।
শুরুতেই ফিরে গেলেন সাইফ
হতাশার বৃত্তেই বন্দি আছেন সাইফ হাসান। টি-টোয়েন্টি অভিষেকের সিরিজে দুই ম্যাচে ১ রান করেন ডানহাতি এই ওপেনার। এবার টেস্টেও রানের দেখা পেলেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাটিং করতে নেমে ভালো শুরুর পরও উইকেটে থিতু হতে পারলেন না তিনি।
১২ বলে ৩টি চারে ১৪ রান করে ফিরে গেছেন সাইফ। পাকিস্তান পেসার শাহিন আফ্রিদির একটি শর্ট ডেলিভারিতে টেল এন্ডারদের মতো ব্যাট চালিয়ে ক্যাচ তুলে তেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে সাদমান ইসলাম অনিকের সঙ্গে উইকেটে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৭ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান। সাদমান ১৪ ও শান্ত ৪ রানে ব্যাটিং করছেন।
আউট হয়েও বেঁচে গেলেন সাদমান
মাঠে গড়িয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। টস জিতে আগে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। ৩ ওভার শেষে বিনা উইকেট ১০ রান তুলেছে বাংলাদেশ। সাইফ হাসান ৯ ও সাদমান ইসলাম অনিক ১ রানে ব্যাটিং করছেন।
যদিও স্কোরটা হতে পারতো ১০/১। পাকিস্তানের ভুলে সেটা হয়নি। শাহিন শাহ আফ্রিদির করা ইনিংসের প্রথম ওভারেই ফিরে যেতে পারতেন সাদমান। পঞ্চম বলে সাদমানের ব্যাট ছুঁয়ে বল জমা হয় পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের হাতে।
কিন্তু পাকিস্তানের কেউই আবেদন করেননি। তাদের শারীরিক ভাষা বলে দিচ্ছিল, সাদমানের ব্যাটে যে বল লেগেছে, সেটা তারা বোঝেইনি। পরে টিভি রিপ্লেতে দেখা যায় সাদমানের ব্যাটে বল লেগেছে। এরপর আরও একবার বেঁচে যান তিনি। নিশ্চিত এলবিডব্লিউ থাকলেও আম্পায়ার সাড়া দেননি। পাকিস্তানও রিভিউ নেয়নি।