অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড

দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উঠে এল ইংল্যান্ড।
বৃহস্পতিবার (১১ জুলাই) এজবাস্টনে ছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে আট উইকেটে হারিয়ে ফাইনালে চূড়ান্ত পর্বে উঠে গেল ইংল্য়ান্ড। আগামী রবিবার (১৪ জুলাই) লর্ডসে নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে শিরোপা নির্ধারণকারী ম্য়াচে নামবে তারা।
২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
এজবাস্টনে টস জিতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। ১৪ রানে ৩ উইকেট হারায় চ্যাম্পিয়নরা। ১০৩ রানের জুটি গড়ে দলের হাল ধরেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। মুখে আঘাত পেয়ে ব্যান্ডেজ নিয়ে খেলেন ক্যারি, ব্যক্তিগত ৪৬ রানে তাঁকে ফেরান আদিল রশিদ। তবে অন্যপ্রান্তে একাই লড়াই করেন স্টিভেন স্মিথ। আউট হয়েছেন ৮৫ করে। অস্ট্রেলিয়া অলআউট হয় ২২৩ রানে। আদিল রশিদ ও ক্রিস ওকস নিয়েছেন তিনটি করে উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জেসন রয় ও জনি বেয়ারস্টো। ৩৪ রান করা বেয়ারস্টোকে প্যাভিলিয়নে পাঠিয়ে দিলেন মিচেল স্টার্ক। ৩২ ওভার ১ বল খেলে ২ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। রুট ৪৯ আর মরগ্যান অপরাজিত ছিলেন ৪৫ রানে। বিশ্বকাপ ক্রিকেটে চতুর্থবারের মতো ফাইনালে উঠলো ইংল্যান্ড।
রোববার স্বাগতিকরা মুখোমুখি হবে দ্বিতীয়বার ফাইনালে ওঠা নিউজিল্যান্ডের। প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবার প্রত্যাশায় খেলবে দু’দল।