অলরাউন্ড শক্তিতে বিশ্বকাপ রাঙানোর আশায় মাহমুদউল্লাহ

সাস্প্রতিক সময়ের সাফল্য বাদ দিলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বলার মতো কিছু নেই। এই ফরম্যাটের বিশ্বকাপে বাংলাদেশ সব সময়ই বিবর্ণ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে ৫টিতে জয় পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বড় কোনো দল নেই। এবার ভালো কিছু করার স্বপ্ন দেখছে দলটি। দলে বেশ কয়েকজন অলরাউন্ডার থাকায় দারুণ কিছু করে দেখানোর আশায় বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। র্যাঙ্কিংয়ের সেরা আটে না থাকায় আগের দুই আসরের মতো এবারও প্রথম রাউন্ড খেলতে হবে বাংলাদেশ। এই রাউন্ড উতরে জায়গা করে নিতে হবে মূল পর্বে। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের প্রথম পর্বে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ওমানে।
সূচি ঘোষণার বিজ্ঞপ্তিতে বেশ কয়েকজন অধিনায়কের বক্তব্য রেখেছে আইসিসি। সেখানে মাহমুদউল্লাহ বলেন, 'আমাদের শক্তির জায়গা দলের অলরাউন্ডাররা এবং বোলিং বিভাগ। পাশাপাশি আমাদের ব্যাটিংও ভালো এবং দলের ভারসাম্য দারুণ। পাঁচ-ছয়জন অলরাউন্ডার আছে আমাদের, যারা ব্যাট-বল দুটিতেই অবদান রাখতে পারে।'
স্পিনে সব সময়ই বাংলাদেশ ভালো। সাম্প্রতিক সময়ে পেসারদের দারুণ পারফরম্যান্সে আরও আশাবাদী হয়ে উঠেছেন মাহমুদউল্লাহ, 'এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফর্ম করছে। স্পিন তো বরাবরই আমাদের শক্তি। তারা যদি কয়েকটি ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারে, আশা করি আমরা ভালো কিছু ফল পাব।'
প্রতিটা বিভাগ নিয়েই সন্তুষ্টির কথা জানান মাহমুদউল্লাহ। দলের শক্তির দিক জানাতে গিয়ে অনেকের নামই উল্লেখ করেন তিনি, 'সাকিব এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসানের মতো অন্যরাও নিজের জন্য ও দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে।'
জিম্বাবুয়ে সফরে দারুণ সময় কেটেছে বাংলাদেশের। তিন ফরম্যাট মিলিয়ে ৭ ম্যাচের ছয়টিতেই জেতে তারা। টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে ২-১ ব্যবধানে হারায় মাহমুদউল্লাহর দল। এরপর ঘরের মাঠে দারুণ এক বাংলাদেশের দেখা মেলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আছে।
এসব সিরিজের পারফরম্যান্স বিশ্বকাপে বাংলাদেশকে মানসিকভাবে চাঙ্গা রাখবে বলে বিশ্বাস মাহমুদউল্লাহর। তিনি বলেন, 'এই টুর্নামেন্ট সব দলের জন্যই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমাদের জন্য। বিশ্বকাপের আগে আমরা কয়েকটি সিরিজ খেলছি। যদি আমরা এসব সিরিজে ভালো করতে পারি, আত্মবিশ্বাস অর্জন করতে পারি, সিরিজগুলো জিতে বিশ্বকাপে যেতে পারি, আমাদের দলের জন্য তা হবে দারুণ প্রেরণার।'