অবশেষে ব্যাটিংয়ের সুযোগ, রানের দেখা পেলেন না তামিম

এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গত শুক্রবার নেপাল গেছেন তামিম ইকবাল। প্রথম ম্যাচ থেকেই একাদশে জায়গা মিলেছে বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনারের। কিন্তু বৃষ্টি বাগড়ায় প্রথম দুই ম্যাচে ব্যাটিং করা হয়নি তার। তৃতীয় ম্যাচে পেলেন ব্যাটিংয়ের সুযোগ, কিন্তু ব্যাট হাতে রানের দেখা পেলেন না দেশসেরা এই ওপেনার।
ইনিংস উদ্বোধন করতে নেমে ১২ রান করে আউট হন তামিম। ব্যাট হাতে রানের দেখা না পেলেও জয়ের হাসি উঠেছে তামিমদের মুখেই। বিরাটনগর ওয়ারিওর্সকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স।
কীর্তিপুরের ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিং করতে নামা বিরাটনগর ১৭.৪ ওভারে ৯২ রানে অলআউট হয়ে যায়। সর্বোচ্চ ২৫ রান করেন দিলশান মুনাবিরা। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়েই জয় তুলে নেয় ভৈরাওয়া। অপরাজিত ও সর্বোচ্চ ৩৪ রান করেন অধিনায়ক উপুল থারাঙ্গা।
ধীর গতিতে শুরু করেও ইনিংস বড় করতে পারেননি তামিম। গত জিম্বাবুয়ে সফরের পর প্রথম ম্যাচ খেলতে নামা অভিজ্ঞ এই ব্যাটসম্যান নবম ওভার পর্যন্ত উইকেটে ছিলেন। তামিম বল খেলেছেন ১৩টি। এর মধ্যে একটি চার ও একটি ছক্কা মারেন তিনি।
হাঁটুর চোটের কারণে ঘরোয়া-আন্তর্জাতিক অনেকগুলো ম্যাচ খেলা হয়নি তামিমের। গত ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগ পর্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়া অভিজ্ঞ এই ক্রিকেটার জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বিশ্রামে থাকেন।
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি না খেলেই দেশে ফিরে আসেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ ২৪টি সেঞ্চুরির মালিক। তখন তামিম নিজেই জানান, ফিট হয়ে উঠতে তার ৮-১০ সপ্তাহ সময় লাগবে।
বিসিবির চিকিৎসকরাও একই তথ্য দিয়েছিলেন। যে কারণে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলা হয়নি তার। এক মাস পুনর্বাসন প্রক্রিয়া মেনে অনেকটাই ফিট হয়ে ওঠেন তামিম। এ কারণেই এভারেস্ট টি-টোয়েন্টিতে খেলতে গেছেন তিনি।
যদিও বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, এই লিগে খেলার পর তামিমের ফিটনেসের আসল অবস্থা বোঝা যাবে। এই লিগটি মূলত বাংলাদেশ ওপেনারের পুনর্বাসন প্রক্রিয়ার অংশ।