অবশেষে ফিল্ডিং কোচকে বিদায় জানাচ্ছে বিসিবি
প্রায় প্রতি সিরিজ শেষেই বাংলাদেশের ফিল্ডিং নিয়ে প্রশ্ন ওঠে। আলোচনায় থাকেন ফিল্ডিং কোচ রায়ান কুক। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই কোচকে নিয়ে করা কারও সমালোচনাই পৌঁছায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। তাই ক্যাচ মিস, বাজে গ্রাউন্ড ফিল্ডিংয়ের জন্য ক্রিকেটারদের সমালোচনার শূলে চড়ানো হলেও বারবার চাকরিতে টিকে যান রায়ান কুক।
অবশেষে 'কানে তুলা' দিয়ে থাকা অবস্থা থেকে সরে এসেছে বিসিবি। রায়ান কুকের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। পারফরম্যান্স বিবেচনায় তার সঙ্গে আর চুক্তি নবায়ন করবে না বিসিবি। নতুন কোচের সন্ধানে আছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে প্রোটিয়া এই কোচ থাকবেন না। তার জায়গায় স্থানীয় কোনো কোচ দায়িত্ব পালন করবেন।
এমনই জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। তিনি জানান, বিষয়টি আগামী ১৬ নভেম্বর চূড়ান্ত করা হবে। শনিবার আকরাম খান বলেন, 'কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় নতুন একজন স্থানীয় কোচ দিচ্ছি। এটা ১৬ তারিখ চূড়ান্ত করব। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না, ওর চুক্তিও নবায়ন করাচ্ছি না। এ জন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।'
নতুন ফিল্ডিং কোচের পদে স্থানীয় কয়েকজন কোচের নাম আছে। পাশাপাশি বিশ্বমানের কোচের সন্ধানও শুরু করেছে বিসিবি। আকরাম খান বলেন, 'আমাদের হাতে স্থানীয় কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি এবং আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাব।'
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের ফিল্ডিংয়ের অবস্থা ছিল হতশ্রী। প্রায় প্রতি ম্যাচেই ক্যাচ মিস হয়েছে, গ্রাউন্ড ফিল্ডিংয়েরও ছিল করুণ দশা। যা দলের ফলে খুব বাজে প্রভাব ফেলে। এসব বিবেচনায় নিয়েই এবার কুককে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ২০১৮ সালের জুলাইয়ে বাংলাদেশের ফিল্ডিং কোচের দায়িত্ব নেন কুক।