অবশেষে একটি উইকেট পেল বাংলাদেশ
আগের দিন বিনা উইকেটে ১০৯ রানে তোলা পাকিস্তান পঞ্চম দিনও ভালো শুরু করে। এর মাঝে একটি উইকেট এনে দিলেন মেহেদী হাসান মিরাজ।
পাকিস্তানকে বড় লক্ষ দেওয়া যায়নি। ২০২ রানের ছোট লক্য দিয়ে বল হাতেও কিছু করতে পারেনি বাংলাদেশ। অবধারিত হারের পথেই এগোচ্ছে মুমিনুল হকের দল। আগের দিন বিনা উইকেটে ১০৯ রানে তোলা পাকিস্তান পঞ্চম দিনও ভালো শুরু করে। এর মাঝে একটি উইকেট এনে দিলেন মেহেদী হাসান মিরাজ। ৭৩ রান করা আবদুল্লাহ শফিককে ফিরিয়েছেন তিনি।
৪৫ ওভার শেষে ১ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ১৫৫ রান। আবিদ আলী ৮২ ও আজহার আলী শূন্য রানে ব্যাটিং করছেন।