ডিআরএসেও ভুল!
আম্পায়ারদের ভুল এড়াতে এবং আউটের ক্ষেত্রে পুরোপুরি নিশ্চিত হতে ক্রিকেটে যুক্ত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। কিন্তু এই ডিআরএসেই যদি ভুল হয়, তাহলে এটা ব্যবহার করে কী লাভ! বাংলাদেশের নেওয়া একটি রিভিউয়ের পর এমন প্রশ্ন উঠতেই পারে।
৭১তম ওভারের শেষ বলে দিমুথ করুনারত্নের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন তাইজুল ইসলাম। আম্পায়ার আবেদনে সাড়া না দিলে বাংলাদেশ রিভিউ নেয়। রিভিউতে দেখানো হয় বল সরাসরি করুনারত্নের ব্যাটে গিয়ে লেগেছে।
রিভিউ হারায় বাংলাদেশ। কিন্তু কিছুক্ষণ পরই টিভি রিপ্লেতে দেখা যায় বল আগে করুনারত্নের ডান পায়ের জুতোর সামনের অংশে আঘাত করেছে। অবশ্য এতে আফসোস নেই বাংলাদেশের। কারণ তাইজুলের ডেলিভারিটির স্টাম্প বরাবর ছিল না।
ম্যাথুসের স্টাম্প উপড়ে নিলেন তাইজুল
শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙতে ভালোই বেগ পেতে হয় বাংলাদেশের বোলারদের। ১১৪ রানের জুটি গড়েন করুনারত্নে-থিরিমান্নে। এই জুটি ভাঙার পর যেন বল হাতে ছন্দ খুঁজে পেয়েছেন তাসকিন, তাইজুলরা। মিরাজ থিরিমান্নেকে ফেরানোর পর ওশাদা ফার্নান্দোকে সাজঘর দেখিয়ে দেন তাসকিন।
এবার স্পিন ভেল্কি দেখালেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ বাঁহাতি এই স্পিনার দারুণ এক ডেলিভারিতে উপড়ে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথুসের স্টাম্প। ফেরার আগে ২৫ রান করেন অভিজ্ঞ এই লঙ্কান অলরাউন্ডার। অন্য প্রান্তে উইকেট পড়লেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন করুনারত্নে।
৭৬ রানে অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে গেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৬৪ ওভার শেষে ৩ উইকেটে ১৯৪ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান তোলা বাংলাদেশ এখনও ৩৪৭ রানে এগিয়ে।
ওশাদাকে ফেরালেন তাসকিন
শ্রীলঙ্কার ইনিংসের শুরুর দিকেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। তার এলবিডব্লিউর জোরালো আবেদনে আঙুলও তোলেন আম্পায়ার। কিন্তু অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে কথা বলে রিভিউ নেন লাহিরু থিরিমান্নে। বেঁচে যান লঙ্কান ওপেনার, উইকেট পেয়েও তা হাত থেকে বেরিয়ে যায় তাসকিনের।
এবার আর তেমন হলো না। ওশাদা ফার্নান্দোকে ফিরিয়ে শ্রীলঙ্কা সফরে নিজের প্রথম উইকেটটি ঝুলিতে তাসকিন। ডানহাতি এই পেসারের বলে বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন ২০ রান করা ওশাদা। ২টি উইকেট গেলেও অবিচল আছেন করুনারত্নে। লঙ্কান অধিনায়ক ৬৫ রানে অপরাজিত আছেন। অ্যাঞ্জেলো ম্যাথুস ৯ বলে ১৪ রানে ব্যাটিং করছেন। ৫৬ ওভার শেষে ২ উইকেটে স্বাগতিকদের সংগ্রহ ১৭১ রান।
অবশেষে উইকেট এনে দিলেন মিরাজ
রান পাহাড় গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ৭ উইকেটে ৫৪১ রান তোলার পর ব্যাটিং ছাড়ার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। প্রতিপক্ষের বিশাল সংগ্রহের জবাবে শ্রীলঙ্কাও দারুণ শুরু করে। দুই লঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নে দারুণ ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন।
এই দুই ব্যাটসম্যানের বিপক্ষে বাংলাদেশের কোনো বোলাররই দেখাতে পারছিলেন না। স্বাগতিক ওপেনাররা জুটি বাড়িয়েই যাচ্ছিলেন। অবশেষে তাদের জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ। ডানহাতি এই অফ স্পিনার এলবিডব্লিউর ফাঁদে ফেলে থিরমান্নেকে ফিরিয়ে দিয়েছেন। এতে ভাঙলো ১১৪ রানের জুটি।
এরআগে দায়িত্বশীল ব্যাটিংয়ে ১২৫ বলে ৮টি চারে ৫৮ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। থিরিমান্নে আউট হওয়ার পরই সেশন বিরতি দেওয়া হয়। ৩৯ ওভার শেষে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ১১৪ রান। ৪৩ রানে অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে।