অনুশীলনে পিএসজি সতীর্থদের ব্যতিব্যস্ত রাখছেন মেসি!

প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে লিওনেল মেসির শুভ সূচনা দেখার জন্য অধীর অপেক্ষায় ভক্তরা। এর আগে অনুশীলনে সতীর্থদের নিজের পায়ের জাদুতে মুগ্ধ করে যাচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২১ বছরের সম্পর্ক চুকিয়ে প্যারিসে ঠিকানা গেড়েছেন মেসি। পিএসজির জার্সিতে মেসির নতুন অধ্যায় দেখতে যেন তর সইছে না তার ভক্তদের। আর্জেন্টাইন ফুটবল জাদকুরের পথচলা কেমন হবে, সেটা অন্তত আন্দাজ করতে পারছেন তার পিএসজি সতীর্থরা। এতোদিন ম্যাচে প্রতিপক্ষ মেসির ফুটবল জাদু দেখেছেন, এবার অনুশীলনে তার অসামান্য ফুটবল দক্ষতা দেখছেন তারা।
অনুশীলনের একটি ভিডিওতে মেসিকে তার চিরাচরিত ড্রিবলিং ও বাঁ পায়ের কারিকুরি করতে দেখা যায়। তার সঙ্গে পেরে উঠছিলেন না সতীর্থদের কেউ-ই।
শৈশবের ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করতে রাজি ছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু কাতালান ক্লাবটির আর্থিক দুরাবস্থা ও লা লিগার নিয়মের কারণে বার্সেলোনায় থাকা সম্ভব হয়নি মেসির।
এটার সুযোগ নিয়ে দ্রুততার সঙ্গে সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে দলে ভেড়ায় পিএসজি। মেসির মতোই ফ্রি এজেন্ট হিসেবে এই মৌসুমে পিএসজিতে যোগ দিয়েছেন তার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক সার্জিও রামোস।
সূত্র: মার্কা