অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেশের সব ধরনের ক্রিকেট

করোনাভাইরাস সতর্কতায় ৩১ মার্চ পর্যন্ত সব খেলা বন্ধ রাখার নির্দেশ আগেই এসেছিল। কিন্তু সরকারের সেই নির্দেশনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পুরোপুরিভাবে মানেনি। প্রাথমিকভাবে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করে বিসিবি।
ক্রিকেটার ও ক্লাবগুলোর অনুরোধের প্রেক্ষিতে খেলা চালিয়ে নেওয়া পথ খুঁজছিল বিসিবি। কিন্তু পথ মেলেনি, অবশেষ অনির্দিষ্টকালের জন্য দেশের সব ক্রিকেট খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
বিসিবি সভাপতি বলেন, 'শুরুতে মনে হয়েছিল খেলোয়াড়, ক্লাব খেলতে চাচ্ছে। কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে, সেদিকে ভিন্ন মতও আসছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ক্রিকেটের সকল খেলা আপাতত স্থগিত। অনির্দিষ্টকালের জন্য। পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করব। পরিস্থিতির যদি উন্নয়ন হয়, আমরা যদি বুঝি এখনকার পরিবেশ উন্নতি হয়, তাহলে অবশ্যই আমরা সেই তারিখটা ঘোষণা করব।'
প্রথমে শুধু দ্বিতীয় রাউন্ডের খেলা স্থগিত করার ব্যাখায় নাজমুল হাসান বলেন, 'করোনার প্রভাবে বিশ্বের সব জায়গায় খেলা বন্ধ হয়ে গেছে। আমরাও ডিপিএলের দ্বিতীয় রাউন্ড বন্ধ করে দিয়েছিলাম। তখন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা দুদিন অপেক্ষা করি, পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা একেবারে সিদ্ধান্ত নেব। ওটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল। এখন বসে আলোচনা করে যেটা সঠিক মনে করছি সেই সিদ্ধান্তটা নিয়েছি।'
করোনা সতর্কতায় গত সোমবার দেশের সব খেলাধুলা স্থগিত ঘোষণা করে সরকার। এমনকি আন্তর্জাতিক ইভেন্ট থাকলেও সেটা এপ্রিলের পর আয়োজন করার অনুরোধ জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
একে এক সব খেলা স্থগিত ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ায় এক ম্যাচ খেলে দেশে ফিরে গেছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) স্থগিত করা হয়েছে। শেষ পর্যায়ে থাকা পাকিস্তান সুপার লিগও (পিএসএল) শেষ করা যায়নি করোনা আতঙ্কে।
ফুটবল মাঠেও একই অবস্থা। করোনাভাইরাস আতঙ্কে ফুটবল বিশ্বের প্রায় সব লিগই স্থগিত হয়ে গেছে। গত সপ্তাহে ইউরোপের শীর্ষ পাঁচ লিগ স্থগিত ঘোষণা করা হয়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের খেলাও স্থগিত রাখা হয়েছে। এর সঙ্গে সর্বশেষ সংযোজন হয়েছে ২০২০ ইউরো ও কোপা আমেরিকা। আগামী বছর আয়োজন করা হবে এই দুটি টুর্নামেন্ট।