২৯৮ নিহত, আহত ৮৬০: ঈদযাত্রার দুর্ঘটনা প্রতিবেদন

বাংলাদেশে গত ৫ জুন উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী সদ্যগত এই ঈদযাত্রায় রেল, সড়ক এবং নৌপথে ২৫৬ টি দুর্ঘটনায় মোট ২৯৮ জন নিহত এবং ৮৬০ জন আহত হয়েছেন।
শনিবার ( ১৫ জুন) সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৯ প্রকাশকালে এই তথ্য তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “ সদ্য বিদায়ী পবিত্র ঈদুল ফিতরে যাতায়াতে ৩০ মে থেকে ঈদ ছুটির শেষ দিন পর্যন্ত দেশের সড়ক-মহাসড়কে ২৩২টি সড়ক দুর্ঘটনায় ২৭৩ জন নিহত ও ৮৪৯ জন আহত হয়েছে”।
লিখিত বক্তব্যে মোজাম্মেল হক চৌধুরী বলেন,“বিগত ঈদের চেয়ে এবার রাস্তাঘাটের পরিস্থিতি তুলনামূলক ভালো। নৌ-পথে বেশ কয়েকটি নতুন লঞ্চ বহরে যুক্ত হয়েছে, রেলপথেও বেশ কয়েক জোড়া নতুন রেল ও বগি সংযুক্ত হয়েছে।
তিনি আরও বলেন, “এবারের ঈদের লম্বা ছুটি থাকায় জনসাধারণ আগেভাগে বাড়ি পাঠানোর সুযোগ কাজে লাগানোর কারণে ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে”।