রাঙামাটিতে পাহাড় ধ্বসে নিহত দুই
দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তি হলেন রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া এবং কারিগরপাড়ার বাসিন্দা সুজয়া অং মারমা।
রাঙামাটিতে পাহাড় ধ্বসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার রাখাইলি ইউনিয়নের কারিগরপাড়ায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন রাউজানের নোয়াপাড়ার অতল বড়ুয়া এবং কারিগরপাড়ার বাসিন্দা সুজয়া অং মারমা।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, রাইখালি-বাঙ্গালহালিয়া-রাজস্থালী-বান্দরবান রুটে শনিবার সকালবেলা এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা ওই পথ ধরেই হাঁটছিলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।