মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল ও আলমসাধুর সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার(১৯ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।
নিহত আজিজুল হক(৫২) দামুড়হুদা উপজেলার মাদ্রাসাপাড়ার মৃত মোজাফর হোসেনের ছেলে ও দামুড়হুদা বিএডিসিতে অফিস সহকারী হিসাবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৯ জুলাই) সকালে আজিজুল হকসহ তার পরিবারের অন্য সদস্যরা ছেলের বিয়ের কেনাকাটা করতে কুষ্টিয়া জেলার পোড়াহদ হাটে যায়। সেখান থেকে কেনাকাটা করে আজিজুল হক মোটরসাইকেল ও পরিবারের সদস্যরা ট্রেন যোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেয়।
পথিমধ্যে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ নিগার সিদ্দিক কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে রাখা আছে।