চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

পাঁচ দিনের চীন সফর নিয়ে আজ সোমবার ৮ (জুলাই) বিকালে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বিকেল ৪টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে গত ৯ জুন জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী।
গত ১ জুলাই পাঁচদিনের চীন সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী।
রোহিঙ্গারা যাতে বাংলাদেশ থেকে শিগগিরই তাদের মাতৃভূমিতে ফিরে যেতে পারেন, সে জন্য এই সংকটের দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে চীন।
প্রধানমন্ত্রীর এই সফরে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত নয়টি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিগুলো হলো- রোহিঙ্গাদের খাদ্য সহায়তার জন্য এলওসি (লেটার অব এক্সচেঞ্জ) এবং অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, বিনিয়োগ, বিদ্যুৎ, সংস্কৃতি এবং পর্যটন সংক্রান্ত চুক্তি ও সমঝোতা স্মারক।
সোমবার (৭ জুলাই) সকালে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশকে চীন সহায়তা করবে বলে জানান ।
গত বৃহস্পতিবার(৪ জুলাই) দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের মধ্যে এক দ্বিপক্ষীয় বৈঠকে বেইজিং আশ্বাস দেয় যে, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারকে রাজি করাতে চেষ্টা ও দ্রুত প্রত্যাবাসনে তাগাদা দেবে চীন। যদিও রোহিঙ্গা সংকটের শুরু থেকেই চীন রোহিঙ্গা সমস্যার আন্তর্জাতিকীকরণের বিরোধিতা করে দ্বিপাক্ষিক সমাধানের কথা বলে আসছে।