কুমিল্লা ইপিজেড এ আগুন

শনিবার (২২ জুন) সকালে কুমিল্লা ইপিজেড এর এক কারখানায় আগুন লাগার ২ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কুমিল্লা ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এর পরিচালক প্রান্তনাথ সাহা বলেন, আনুমানিক সকাল ৭ঃ৩০ টার দিকে এপিসিয়া ইন্টারলাইলিং কারখানার তৃতীয়তলায় আগুন লাগলে কিছুক্ষণের মধ্যে তা চারতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
খবর পাবার সঙ্গে সঙ্গে ইপিজেড ফায়ার সার্ভিস এবং কুমিল্লা ফায়ার সার্ভিসের ৮ টি আগুন নিয়ন্ত্রক দল ঘটনাস্থলে পৌঁছায় এবং ২ ঘন্টার প্রচেষ্টার পর সকাল ৯ঃ৩০ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুন লাগার ঘটনায় কোন হতাহতের প্রমাণ পাওয়া যায় নি।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে জানান প্রান্তনাথ সাহা। আর এই ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমাণ খুঁজে বের করতে হবে বলেও জানান তিনি।