৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইওর নিজের চাকরি নিয়েই প্রশ্ন!
গত ক্রিস্টমাসের আগে আগে একটি জুম কলে একাধারে ৯০০ কর্মীকে বরখাস্ত করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন বিশাল গর্গ। ভারতীয় বংশোদ্ভুত বিশাল নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডট কমের সিইও।
কিন্তু এবার তিনি নিজেই পড়েছেন আইনি বিপাকে। বেটার ডট কমের সাবেক এক কর্মী বিশালের বিরুদ্ধে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগ তুলে মামলা করেছেন। ফলে তার সিইওর চাকরি নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে!
সফটব্যাংক গ্রুপ সমর্থিত বন্ধকী প্রতিষ্ঠান বেটার ডট কম। এর সেলস এন্ড অপারেশনস বিভাগের সাবেক এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট সারা পিয়ার্স এই মামলা করেছেন। তার দাবি, বিশাল প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের কাছে তথ্য লুকিয়েছেন, আর্থিক বিবৃতিগুলো ভুলভাবে উপস্থাপন করেছেন।
বেটার ডট কম, একটি বিশেষ সংস্থার সঙ্গে অধিগ্রহণের মাধ্যমে শেয়ারবাজারে প্রবেশের পরিকল্পনা করছে। চুক্তির মূল্য প্রায় ৭.৭ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরই এই চুক্তিতে সবুজ সংকেত মেলে।
সারার মতে, বিশালের তথ্য লুকোনোর ফলেই বিনিয়োগকারীরা চুক্তি নিশ্চিত করেন।
নিউইয়র্কের আদালতে দায়ের করা মামলায় সারা বলেন, চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। সেই রাগ থেকে প্রতিশোধ হিসেবে তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। এখন তিনি আর্থিক ক্ষতিপূরণ চাইছেন।
যদিও বেটার ডট কমের আইনজীবী এসব দাবিকে 'একেবারেই ভিত্তিহীন' বলে উড়িয়ে দিয়েছেন।
২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় বেটার ডট কম। নিউইয়র্কে এর সদর দপ্তর। প্রতিষ্ঠানটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাড়ির মালিকদের বন্ধকী এবং বিমা অফার করে থাকে। গত বছর এক জুম কলে তারা ৯০০ কর্মীকে বরখাস্ত করেছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়। যদিও পরে এর জন্য ক্ষমাপ্রার্থনা করেছিলেন সিইও বিশাল গর্গ।
- সূত্র- সিএনএন ও হিন্দুস্তান টাইমস