আবারও টুইটার কেনার চুক্তি বাতিলের হুমকি দিলেন মাস্ক

ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না পাওয়ার অভিযোগ তুলে আগেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রেখেছিলেন টেসলার কর্ণধার ইলন মাস্ক। আর এবার তিনি সরাসরি চুক্তি বাতিলেরই হুমকি দিয়ে চিঠি দিলেন টুইটার সংস্থার পরিচালকদের।
সোমবার (৬ জুন) মাস্কের আইনজীবী টুইটারের পরিচালকদের সরাসরি চিঠি পাঠিয়ে বলেছেন, "অবিলম্বে সংস্থার ভুয়া গ্রাহকদের নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিন। যদি তথ্য না দেওয়া হয়, তাহলে চুক্তি বাতিলের পথে হাঁটা হবে।"
এদিকে, টেসলা কর্ণধারের নতুন হুমকির ব্যাপারে টুইটারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
গত মার্চে ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার জন্য চুক্তি করেছিলেন টেসলা কর্ণধার তথা বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। চুক্তির পরপরই বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রকৃত গ্রাহক কত আর ভুয়া গ্রাহক কত, তা নিয়ে টুইটার কর্তৃপক্ষের সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েছিলেন তিনি।
মাস্কের দাবি, টুইটারের অন্তত ২০ শতাংশ ব্যবহারকারীই ভুয়া। যদিও সেই তথ্য মানতে নারাজ টুইটার কর্তৃপক্ষ। তাদের মতে, টুইটারের ভুয়া অ্যাকাউন্টধারীর সংখ্যা ৫ শতাংশেরও কম।
এর সঙ্গে সঙ্গেই টেসলা কর্ণধার চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, "সংস্থায় ভুয়া গ্রাহকের সংখ্যা যদি ৫ শতাংশের চেয়েও কম হয়, তাহলে তা প্রমাণ করতে হবে। যতদিন না প্রমাণ দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত টুইটার কেনার সিদ্ধান্ত স্থগিত রাখছি।"
এরপর এক মাসের বেশি সময় কেটে গেলেও টুইটারের পক্ষ থেকে ভুয়া অ্যাকাউন্ট নিয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে দাবি করেন মাস্ক। এর পরিপ্রেক্ষিতেই টুইটার কর্তৃপক্ষের ওপর আরও চাপ বাড়ানোর পথে হাঁটছেন তিনি।
- সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস