অর্থনীতি নিয়ে ‘কু ডাকছে’ মাস্কের মনে, টেসলার ১০% কর্মী ছাঁটাই করতে চান

অর্থনীতি নিয়ে 'কু ডাক' দিয়েছে টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের মন। তার আশঙ্কা বিশ্বজুড়ে ফের শুরু হতে যাচ্ছে অর্থনৈতিক সংকট। আর তাই বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানটি থেকে ১০ শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চান তিনি।
টেসলা কয়েকজন নির্বাহীকে ইমেইল পাঠিয়ে এ কথা জানিয়েছেন মাস্ক। সেই ইমেইল হাতে এসেছে সংবাদসংস্থা রয়টার্সের।
এছাড়া বৃহস্পতিবার পাঠানো বার্তায় মাস্ক 'বিশ্বজুড়ে সব ধরনের নিয়োগ' বন্ধের নির্দেশও দিয়েছেন।
টেসলার সব কর্মীকে অফিসে ফিরে কাজ করার নির্দেশ দেওয়ার দুদিন পরই নতুন এই সিদ্ধান্ত নিলেন টেসলা সিইও। দুদিন আগেই এই ধনকুবের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন—হয় অফিসে ফেরো, নয়তো চাকরি ছাড়ো।
সম্প্রতি প্রত্যেক কর্মীর জন্য সপ্তাহে অন্তত ৪০ ঘণ্টা কাজ করা বাধ্যতামূলক করেন মাস্ক।
২০২১ সালের শেষ নাগাদ টেসলা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলোর মোট কর্মীর সংখ্যা ছিল ১ লাখ।
কর্মী ছাঁটাই সম্পর্কে রয়টার্স টেসলার সঙ্গে যোগাযোগ করলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মাস্ক মন্দার ঝুঁকি নিয়ে আশঙ্কা প্রকাশ করে আসছেন। তবে নিয়োগ স্থগিত ও কর্মী ছাঁটায়ের নির্দেশ-সংবলিত ইমেইলটি এই প্রথম মন্দা মোকাবিলায় মাস্কের প্রথম সরাসরি পদক্ষেপ।
মাস্কের সতর্কবাণীর আগে লিঙ্কডইনে টেসলার ৫ হাজার জব পোস্টিং ছিল। ৯ জুন সাংহাইয়ের জন্য অনলাইন নিয়োগ কার্যক্রম হওয়ার কথা ছিল। সিইওর নতুন আদেশের পর এখন এসব নতুন নিয়োগ স্থগিত থাকবে।
চলমান অর্থনৈতিক অস্থিরতা ও মূল্যস্ফীতির কারণে বিশ্বব্যাপী চাহিদা কমতে থাকায় অন্যান্য কোম্পানিও কর্মী ছাঁটাই কিংবা নিয়োগ স্থগিত বা কমিয়ে দিয়েছে।
গত মাসেই নেটফ্লিক্স জানিয়েছে, তারা ১৫০ জন কর্মীকে ছাঁটাই করেছে। উবারসহ অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে।
- সূত্র: রয়টার্স