আত্মসমর্পণ করেছে আজভস্তালের ২৫০ ইউক্রেনীয় যোদ্ধা, মারিওপোলে রক্তক্ষয়ী যুদ্ধের সমাপ্তি ঘটছে

ইউক্রেনের মারিওপোল নগরী দীর্ঘদিন ধরেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। বাকি শুধু আজভস্তাল ইস্পাত কারখানার ১১ বর্গকিলোমিটার এলাকা। এখানেই ঘাঁটি গেড়ে এতদিন ধরে প্রতিরোধ যুদ্ধ চালিয়েছে ইউক্রেনীয় যোদ্ধারা। তবে মঙ্গলবার (১৭ মে) রাশিয়া সমর্থিত দনেৎস্ক প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ সম্প্রতি জানিয়েছে, অন্তত ২৫০ ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে।
ইউক্রেন থেকে বিচ্ছিন্নতা ঘোষণাকারী কর্তৃপক্ষটির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে একথা জানানো হয়।
সেখানে বলা হয়, "এপর্যন্ত মোট আজভস্তাল ইস্পাত কারখানা এলাকায় মোট ২৫৬ জন ইউক্রেনীয় যোদ্ধা আত্মসমর্পণ করেছে। যাদের বন্দি করা হয়েছে, তাদের মধ্যে ৫১ জন আহত। বর্তমানে তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।"
এর আগে সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের সাথে এক সমঝোতায় পৌঁছানোর কথা জানায়। সমঝোতা অনুযায়ী, ইউক্রেন তাদের আহত যোদ্ধাদের আজভস্তাল থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারবে।
একইসঙ্গে, কারখানা অঞ্চলে যুদ্ধবিরতির ঘোষণাও দেয় রুশ সরকার। তারা আহত ইউক্রেনীয় সেনাদের উদ্ধারকাজের জন্য একটি করিডর খোলা রাখার কথাও জানিয়েছে।
- সূত্র: তাস এজেন্সি