৮ এপ্রিল থেকে উহানের লকডাইন প্রত্যাহার

হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের আনুষ্ঠানিক ঘোষণায় দেওয়া সিদ্ধান্তের কথা নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স । এর মাধ্যমে টানা দুই মাস কার্যত নিজ শহরে অবরুদ্ধ থাকার পর চীনের বাকি অংশের সঙ্গে যাতায়াতের অনুমতি পেতে চলেছেন করোনা সংক্রমণের প্রাথমিক উৎসস্থল বলে পরিচিত উহানবাসী।
ওই ঘোষণায় স্বাস্থ্য পরীক্ষার পর সুস্থ সবল ব্যক্তিদের ওপর থেকে এই চলাচল নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে বলে জানানো হয়। পাশপাশি খুলে দেওয়া হচ্ছে গণপরিবহন ব্যবস্থা। এতে দীর্ঘদিন পর সেখানকার সুস্থ মানুষেরা নিজ কর্মস্থলে ফিরতে পারবেন।
স্বাস্থ্য কমিশন রাজধানী উহান বাদে ২৫ মার্চ, বুধবার থেকে হুবেই প্রদেশে প্রবেশ ও প্রদেশটি থেকে বের হওয়ার ওপর আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হবে বলেও জানিয়েছে। আর রাজধানী উহানের ওপর থেকে আগামী ৮ এপ্রিল 'লকডাউন' অবস্থা প্রত্যাহার করা হচ্ছে।
এর আগে গত ডিসেম্বর মাসের শেষ দিকে উহানে করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার লাভ করলে উহানসহ পুরো হুবেই প্রদেশজুড়ে লকডাউন কার্যকর করে চীন সরকার।
নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সরকারের দেওয়া স্বাস্থ্য সুরক্ষার গ্রিন কোড ছাড়প্রাপ্ত ব্যক্তিরা এখন কোনো প্রকার বিধিনিষেধ ছাড়াই ভ্রমণ করতে পারবেন। চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি দেশটির রোগ নিয়ন্ত্রণ ও মহামারি প্রতিরোধ কেন্দ্রের বরাতে একথা জানিয়েছে।
এছাড়াও, উহানের স্থায়ী বাসিন্দা নন কিন্তু সেখানে এসে আটকা পড়েছিলেন এমন ব্যক্তিরাও শহরটি ছাড়ার অনুমতি পাচ্ছেন।