৫১ হাজার সংক্রমণ নিয়ে উহানকে ছাড়িয়ে গেল মুম্বাই
করোনাভাইরাসের মহামারি ব্যাপক আকার ধারণ করেছে ভারতের মহারাষ্ট্রে। এই রাজ্যেই অবস্থিত ভারতের শিল্প, বাণিজ্য এবং বিনোদনের রাজধানীখ্যাত মুম্বাই নগরী। সংক্রমণের সংখ্যায় শহরটি এবার করোনাভাইরাসের প্রাথমিক উৎস চীনের উহানকেও পেছনে ফেলেছে।
গতকাল মঙ্গলবার নাগাদ মম্বাইয়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়্যার ফলে; মোট সংক্রমণ ৫১ হাজার ছাড়িয়ে চীনের হুবেই প্রদেশের রাজধানীটিকে পিছনে ফেলেছে মুম্বাই। গত বছরের শেষ নাগাদ চীনের ওই নগরীতে প্রথম মহামারি ছড়ায় নতুন করোনাভাইরাস। খবর এনডিটিভির।
উহানে মোট সংক্রমিত হয়েছিলেন ৫০ হাজার ৩৩৩ জন। আর প্রাণহানির সংখ্যা ছিল তিন হাজার ৮৬৯টি।
অপরদিকে মহারাষ্ট্র রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাহার জন, যার ফলে সমগ্র চীনের ৮৪ হাজার সংক্রমণকেও ছাড়িয়ে গেছে ভারতীয় প্রদেশটি।