৩০ জুন পর্যন্ত লকডাউন বাড়লো পশ্চিমবঙ্গে

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ৩০ জুন পর্যন্ত বিদ্যমান থাকবে লকডাউন। সারাদেশে আনলকের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার নিলেও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাভাইরাস থেকে জনস্বাস্থ্যের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন। তাই গতকাল সোমবার তিনি রাজ্য সচিবালয় ভবন 'নবান্ন' থেকে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণাটি দেন।
এসময় মমতা বলেন, ''মানুষের যাতায়াতেই বাড়ছে করোনা এবং তা বাড়বেও। অন্যদিকে অভ্যন্তরীণ পরিযায়ী শ্রমিকদের যাতায়াত বাড়ায় সংক্রমণ মাত্রা বেড়েছে। এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী।
তিনি জানিয়েছেন, অন্য রাজ্য থেকে মানুষ বাংলায় ফিরলেও, বাংলায় থাকা অন্য রাজ্যের শ্রমিকরা কিন্তু যেতে চাইছেন না। খবর এনডিটিভির।
ভারতীয় গণমাধ্যম সূত্রে খবর, পশ্চিমবঙ্গে ১১ লক্ষ পরিযায়ী শ্রমিক ফেরত আসবে। ইতিমধ্যেই সাড়ে ৯ লক্ষ মানুষ ফেরত এসেছেন ভারতের অন্যান্য রাজ্য থেকে।
কনটেইনমেন্ট জোন আর রাত্রিকালীন কারফিউয়ের প্রেক্ষিতে এই লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত। আগে ১৫ জুন অবধি বেড়েছিল লকডাউন। সেটাই বাড়িয়ে করা হল ৩০ জুন।
তবে দেশজুড়ে আনলকের প্রথম ধাপ চলমান থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে কয়েকটি ছাড়ের প্রসঙ্গও উল্লেখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন; 'এখন থেকে বিয়েবাড়ি ধর্মীয় অনুষ্ঠান ও শ্রাদ্ধানুষ্ঠানে সর্বাধিক ২৫ জন জমায়েত করতে পারবেন। আগে সর্বাধিক দশ জনের অনুমতি দেওয়া হয়েছিল। পাশাপাশি করোনা সংক্রমণে মৃতদের দেহকে শেষ শ্রদ্ধা জানাতে আধঘণ্টা সময় পাবে শোকাহত পরিবার।'
'যেহেতু ট্রেন-মেট্রো চলছে না; তাই সাইকেলে কর্মক্ষেত্রে যেতে পারবেন নাগরিকরা। তার জন্য পুলিশকে আলাদা বে চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে' বলেও জানান তিনি।
পাশাপাশি বিশ্বব্যাঙ্কের ঋণ প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, রাজ্যকে শিল্প পরিকাঠামো উন্নয়নে ১৫০০ কোটি আর সামাজিক প্রকল্পে ৮৫০ কোটি রুপি ঋণ দিয়েছে বিশ্বব্যাঙ্ক।