২০ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিল মিয়ানমার

জান্তা সরকারের বিরুদ্ধে চলমান গণ-আন্দোলনের মধ্যে ইউনিয়ন ডে উপলক্ষ্যে দেশের বিভিন্ন কারাগারে বন্দি ২০ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছেন মিয়ানমারের সামরিক সরকার।
শুক্রবার দেশটির সামরিক সরকারের প্রধান জেনারেল মিন অং হ্লাইং এ সাধারণ ক্ষমা মঞ্জুর করেন বলে দেশটির গণমাধ্যম মিয়ানমার টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।
গণমাধ্যমটি জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে রয়েছেন রাখাইনের রাজনীতিবিদ ডা. আয়ে মাউং এবং লেখক লেখক সায়ার ওয়াই হিন অং। এই দুই ব্যক্তিকে ২০১৯ সালে এক ভাষণের প্রেক্ষিতে 'শান্তি বিনষ্টের' একটি মামলায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছিল মিয়ানমারের তৎকালীন সরকার।
গণমাধ্যমটি জানিয়েছে, শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ২৩ হাজার ৩১৪ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তবে তাদেরকে বলা হয়েছে, মুক্তি পাওয়ার পর একই অপরাধ যদি তারা করেন তাহলে নতুন সাজার পাশাপাশি পুরনো সাজাও তাদেরকে ভোগ করতে হবে।