আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। বুধবার সকাল ১১টা পর্যন্ত এ তথ্য জানায় ওয়ার্ল্ডোমিটার।
শুধু যুক্তরাষ্ট্রেই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬ লাখ ৯ হাজার ২৪০ জন। যা বিশ্বের মাঝে সবচেয়ে বেশি।জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্র এটি নিশ্চিত করে।
এরপরেই আছে স্পেন, সেখানে মোট এক লাখ ৭৪ হাজার ৬০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। তৃতীয় স্থানে থাকা ইতালিতে এই সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪৮৮ জন।
জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যে আক্রান্তের সংখ্যা যথাক্রমে এক লাখ ৩২ হাজার ২১০, এক লাখ ৩১ হাজার ৩৬১ এবং ৯৪ হাজার ৮৪৫ জন।
আর বিশ্বব্যাপী মোট প্রাণহানি উন্নীত হয়েছে এক লাখ ২৬ হাজার ৬৮১ জনে।
প্রাণহানির দিক থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র, যা দেশটির ২৬ হাজার ৪১ অধিবাসীর প্রাণ কেড়ে নেয়। ইতালিতে ২১ হাজার ৬৭ জন এবং এদিকে দিয়ে
তৃতীয় স্থানে থাকা স্পেনে মারা গেছেন ১৮ হাজার ২৫৫ জন।