স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ ভারত

স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে এল ভারত । গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ৪১ হাজার ৯৭০ জন। স্পেনে আক্রান্ত দুই লাখ ৪০ হাজার ৯৭৮ জন।
ইতিমধ্যেই স্পেন, ইতালি, জার্মানি-সহ একসময় করোনার ভরকেন্দ্র ছিল এমন দেশগুলোতে লকডাউন তোলা হয়েছে। একইসময় ভারতে বাড়ছে করোনার বিস্তার।
গত, ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৯,৮৮৭ জন, একদিনে ২৯৪ জনের প্রাণহানির জন্যেও দায়ি কোভিড- ১৯।
সরকারি তথ্য অনুসারে শুক্রবারের তুলনায় করোনা থেকে সুস্থ হয়ে ওঠার হারেও সামান্য অবনতি হয়েছে। শুক্রবার যেখানে দেশে ৪৮.২৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েও পরে সুস্থ হয়েছেন দেখা যাচ্ছিল, সেখানে শনিবার সেই পুনরুদ্ধারের হার কমে এসে দাঁড়িয়েছে ৪৮.২০ শতাংশে।
গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪ জনের মৃত্যু হওয়ায় ভারতে এখনও পর্যন্ত কোভিড-১৯ প্রাণ কাড়ল ৬,৬৪২ জনের।
শনিবার সকাল পর্যন্ত সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ছিল ভারত। সে সময় দেশে করোনা আক্রান্ত ছিলেন দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষ। কিন্তু বেলা গড়াতেই চিত্র বদলাতে শুরু করে।
ফের ৬ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণের চিহ্ন মেলে। ফলে এক ধাক্কায় সংক্রমিত দেশের তালিকায় ৬ নম্বর থেকে ৫ নম্বরে উঠ আসে। মাত্র এক সপ্তাহ আগেই ভারত, চীনকে টপকে ৯ নম্বরে ছিল। সেখান থেকেই এই কদিনেই পৌঁছে গেছে ৫ নম্বরে।
ভারতে এখন মোট এক লাখ সক্রিয় সংক্রমণ রয়েছে। গত একসপ্তাহ ধরেই গড়ে ৮ থেকে ৯ হাজার সংক্রমণের খবর মিলছে।