সৈকত থেকে এক বোতল বালি চুরি করলে লাখ টাকা জরিমানা
সমুদ্র সৈকত থেকে বালি, পাথর, শামুক-ঝিনুক তুলে আনা, চুরি করা আমাদের দেশে খুবই স্বাভাবিক- এতে সামুদ্রিক পরিবেশের যত ক্ষতিই হোক না কেন। আর কক্সবাজার, সেন্টমার্টিনে গিয়ে স্মারক হিসেবে বালি, প্রবাল তুলে নিয়ে আসে অনেকে, যা কখনোই অপরাধ হিসেবে গণ্য হয় না। কিন্তু ইতালির সার্ডিনিয়া সৈকতে ভুলেও এমনটা করতে যাবেন না কেউ। কেন?
সম্প্রতি এই সৈকত থেকে বোতলে করে ২ কেজিরও কম বালি নেওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা হয়েছে এক ফরাসি পর্যটকের।
ইতালির প্রশাসন জানিয়েছে, ঐ পর্যটককে ১২০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ১ হাজার ৬৩২ টাকা) জরিমানা করা হয়েছে। কারণ তিনি প্রায় চার পাউন্ড সার্ডিনিয়া-র বালি নিয়ে যাচ্ছিলেন।
এই সার্ডিনিয়া সৈকতে এক রকম সাদা বালি পাওয়া যায়। এতটাই সাদা যে দূর থেকে দখলে মনে হবে সৈকত জুড়ে যেন তুষারপাত হয়েছে। স্মারক হিসেবে অনেকেই এই বালি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। গত বছর আগস্টে একটি খবর সামনে আসে। সেখানে এক দম্পতি গাড়িতে করে প্রায় ৪০ কেজি এই সাদা বালি পাচারের চেষ্টা করছিলেন। তাদের পুলিশ গ্রেফতারও করে। ইন্টারনেটে এই বালি কেনার বিজ্ঞাপনও পাওয়া যায়।
এই বালি চুরি ঠেকাতে ২০১৭ সালে স্থানীয় একটি আইন প্রণয়ন করা হয় ইতালির ওই এলাকায়। সেখানে সার্ডিনিয়ার সাদা বালি নিয়ে যাওয়া বেআইনি বলে উল্লেখ করা হয়। বালির পরিমাণের উপর, বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার থেকে দুই লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত জরিমানা, এমনকি জেলেরও বিধানও রয়েছে ওই আইনে।
সম্প্রতি যে ফরাসি পর্যটককে এই অপরাধে জরিমানার মুখে পড়তে হয়েছে, তিনি একটি বোতলে করে ৪.৪ পাউন্ড বা প্রায় ২ কেজি সার্ডিনিয়ার বালি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু বিমানবন্দরেই তিনি ধরা পড়ে যান। বাজেয়াপ্ত করা হয় সেই বালি।
সার্ডিনিয়া ফরেস্ট রেঞ্জের এক অফিসার জানিয়েছেন, প্রতি বছর বালি ভর্তি এমন বেশ কয়েকটি বোতল তারা উদ্ধার করেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা