সুস্থ হওয়ার পরও ফের করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি

টোকিও'র চিকিৎসক এবং গবেষকরা প্রথম এই ঘটনা লক্ষ্য করেন।
গত ফেব্রুয়ারিতে টোকিওর একটি হাসপাতালে করোনায় আক্রান্ত এক রোগী ভর্তি হয়েছিলেন। তাকে যথারীতি অন্য রোগীদের থেকে আলাদা করে চিকিৎসা দেয়া হয়।
জাপানি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ওই ব্যক্তি কিছুদিন পর সেরে ওঠেন এবং হাসপাতাল ছেড়ে যান। এরপর আগের মতোই স্বাভাবিক জীবনযাপন শুরু করেন। কিন্তু কয়েকদিন পর তার দেহে আবার জ্বর দেখা দেয়। খবর বিবিসির।
তিনি পূর্বের সেই হাসপাতালে আসেন এবং চিকিৎসকদের নিজের অসুস্থতার কথা জানান।
এরপর করা স্বাস্থ্য পরীক্ষায় ওই ব্যক্তির দেহে ফের করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। হাসপাতালের চিকিৎসকরা এতে খুবই বিস্মিত হয়েছিলেন।
জাপানে এমন ঘটনা আরও ঘটেছে। এক্ষেত্রে রোগীর দেহে করোনা ফিরে আসার ঘটনা কম হলেও, পুনরায় আক্রান্তের সংখ্যা নেহাত কম নয়।
স্পেনের জাতীয় জৈববিজ্ঞান গবেষণা কেন্দ্রের একজন জীবাণু বিশেষজ্ঞ লুইস এনজুয়ানেস বলেন, কোভিড নাইনটিন ভাইরাসে একবার আক্রান্ত হয়েছেন এমন লোকদের ১৪ শতাংশের ক্ষেত্রে পুনরায় সংক্রমিত হবার ঘটনা ঘটছে।
তার মতে, এটা ঠিক দ্বিতীয় সংক্রমণ নয়, বরং আসলে যা হচ্ছে তা হলো - ভাইরাসটা শরীরের কোথাও লুকিয়ে ছিল, এবং তা আবার ফিরে আসছে। এনজুয়ানেসের কথায়, একবার সংক্রমণ হলে মানুষের দেহে ভাইরাস প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, কিন্তু কিছু লোকের ক্ষেত্রে তা ঘটে না।